Monday, August 18, 2025

হাসনাতের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আসা উচিত হয়নি

আরও পড়ুন

হাসনাত আব্দুল্লাহর বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আসা উচিত হয়নি। এটাকে শিষ্টাচার বর্জিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী।

শনিবার (২২ মার্চ) এনসিপির সিলেট জেলা কমিটির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলের পূর্বে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নাসিরুদ্দীন পাটোয়ারী বলেন, হাসনাত আব্দুল্লাহ রাষ্ট্রের যে বিভিন্ন কমিটির সঙ্গে মিটিং করেছেন, তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আসা উচিত হয়নি। আমরা মনে করি এটা শিষ্টাচার বর্জিত স্ট্যাটাস হয়েছে। রাষ্ট্রের বিভিন্ন ফাংশনারি আছে। আমরা দেখছি ক্যান্টমেন্টের বিভিন্ন ব্যক্তিবর্গ রাজনৈতিক জায়গায় হস্তক্ষেপ করছেন, এই ধরনেরর হস্তক্ষেপ কাম্য নয় আমাদের কাছে। রাজনৈতিক সিদ্ধান্তগুলো রাজনৈতিক ব্যক্তিবর্গ নেবেন। সেখানে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ জড়িত না হওয়ার জন্য আমরা অনুরোধ করছি।

আরও পড়ুনঃ  স্বামী-স্ত্রী পরিচয়ে এককক্ষে বসবাস : একজন কবরে, অন্যজন কারাগারে

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান উপদেষ্টা যে মন্তব্য করেছেন তার সঙ্গে সম্পূর্ণ দ্বিমত পোষণ করছি আমরা। বাংলাদেশের প্রধান উপদেষ্টা হোক বা যে কোনো রাজনৈতিক দল হোক, যারা আওয়ামী লীগ নিষিদ্ধকরণ এবং তাদের নিবন্ধন ও মার্কা-আদর্শ বন্ধকরণ প্রক্রিয়ায় বাধা দেবে তাদের সঙ্গে আমাদের যুদ্ধ ও লড়াইটা হবে। সেই ক্ষেত্রে আমরা একটু পিছপা হবো না আমরা আমাদের লড়াইটা চালিয়ে যাব।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ