Monday, August 18, 2025

ভোটারের বয়স ১৬, প্রার্থীর বয়স ২৩ করার প্রস্তাব দেবে এনসিপি

আরও পড়ুন

ঐকমত্য কমিশনে নির্বাচনে প্রার্থিতার বয়স ন্যূনতম ২৩ ও ভোটারের বয়স ১৬ বছর করার প্রস্তাব দেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আজ শনিবার সকালে রাজধানীর বাংলামোটরে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

এ সময় সারোয়ার তুষার বলেন, আওয়ামী লীগ দেশবিরোধী শক্তি, রাজনীতিতে ফিরলে দেশে অস্থিতিশীলতা তৈরি হবে।

সংস্কার প্রস্তাব প্রসঙ্গে এনসিপির যুগ্ম আহ্বায়ক জানান, আগামীকাল রোববার এনসিপি সংস্কার প্রস্তাব জমা দেবে।

আরও পড়ুনঃ  বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে ছাত্রশিবিরের আহ্বান

এর আগে, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ ও বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনার জন্য পাঁচ সদস্যের সংস্কারবিষয়ক সমন্বয় কমিটি গঠন করেছে এনসিপি। কমিটিতে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে সারোয়ার তুষারকে। কমিটির অন্য সদস্যরা হলেন মনিরা শারমিন, জাবেদ রাসিন, সালেহ উদ্দিন ও আরমান হোসাইন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ