Saturday, March 22, 2025

বিএনপি-ইউনূস যাই বলুক, আ. লীগের রাজনীতি করার অধিকার নেই: পার্থ

আরও পড়ুন

বিএনপি-ইউনূস যাই বলুক, আ. লীগের রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

পার্থ বলেন, আমি এখনো বিশ্বাস করি, এই আওয়ামী লীগের নৈতিকভাবে রাজনীতি করার কোন অধিকার নাই৷ যেই পর্যন্ত আওয়ামী লীগ অনুশোচনা না করে, ক্ষমা না চায় এবং বিচার না হয় তাদের। আমি চিন্তা করে দেখলাম কয়দিন আগে যে, বিএনপি চায় আওয়ামী লীগ নির্বাচনে আসুক। বিএনপি রাজনৈতিক দল হিসেবে চাইতেই পারে, কারণ না হয় পরে আওয়ামী লীগ বলতে পারে, আমাদের রেখে নির্বাচন করা হয়েছে, না হলে আমরা জিতে যেতাম।

আরও পড়ুনঃ  বাংলাদে‌শি কর্মীদের ভিসা দেওয়া শুরু করেছে সৌ‌দি

পার্থ বলেন, তাদেরকে কেউ ভোট চেতে দিবে না, গ্রাউন্ড রিয়েলিটি আলাদা। বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে মানুষ ঘর থেকে বের হতে দিবে না রাজনীতি করার জন্য; যদি অনুশোচনা না থাকে, যদি মানুষের কাছে তারা ক্ষমা না চায়।

বিএনপি হয়তো চায় আওয়ামী লীগকে নির্বাচনে আসার সুযোগ দিতে, কিন্ত আওয়ামী লীগের মত দলকে; যারা গণহত্যায় বিশ্বাস করে যাদের কোন রাজনৈতিক অস্তিত্ব নাই, যারা ক্ষমতায় যাওয়ার জন্য সবকিছু করতে রাজি। সেই ধরনের দলকে বাতিল নিষিদ্ধ করার জন্য আমি মনে করি সংবিধানে প্রভিশন থাকা উচিত।

আরও পড়ুনঃ  মুক্তি পেয়েই সমন্বয়ক সারজিসের স্ট্যাটাস

আগামীতে যেন কোন স্বৈরাচার সরকার এ দেশে আসতে না পারে৷ তার জন্য গণহত্যাকারীদের বিচার আমাদের করতে হবে। কারণ কেউ যদি স্বৈরাচার হয়ে আসতে চায়, যেন মনে রাখে সবকিছু নিয়ে ভেগে যেতে হবে।

পার্থ বলেছেন, ৭৫ এর আগস্ট হত্যাকাণ্ড হয়েছে, অপমানিত হয় নাই। এবার অপমানিত হয়েছে, অসম্মানিত হয়েছে। আগামীতে কেউ স্বৈরাচার হতে চাইলে আওয়ামী লীগের ভুলের বইটা বাম দিকে রাখতে হবে, খালি ওইটা দেখতে হবে। জীবনে এটা করবেন না, অপমানিত আপনি হবেন না।

আরও পড়ুনঃ  দেশেকে অস্থিতিশীল করতে ভারতের গুপ্তচর সংস্থা ‘র’ এর অপতৎপরতা

সর্বশেষ সংবাদ