আমাদের সশস্ত্র অভ্যুত্থানের প্রস্তুতিও ছিল বলে মন্তব্য করেছেন, অন্তবর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ শুক্রবার (২১ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এ কথা বলেন আসিফ।
উপদেষ্টা আসিফ তার পোস্টে বলেন, যখন থেকে আমরা নিশ্চিত ছিলাম শেখ হাসিনাকে চলে যেতে হবে; আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনাটা করতে হতো।আমরাতো শেখ হাসিনা চলে যাওয়ার পরে দেশটাকে ছেড়ে দিতে পারি না।
তো এ জায়গা থেকে দেখা যায়,ওই সময়টা আসলে এটাও বিশ্বাস করা কষ্ট হয়ে যায়।
৫ তারিখের মধ্যেই বিষয়টা হয়ে যাবে উল্লেখ করে তিনি আরো বলেন,আমাদের সশস্ত্র অভ্যুত্থানের প্রস্তুতিও ছিল। এমনকি ৫ তারিখে যদি আমরা সফল না হতাম তাহলে আমরা অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিতাম। নাহিদ ভাই ভিডিও বার্তা রেডি রেখেছিল। এমনকি আমি কি ঘোষণা দিব সেটাও রেডি ছিল।