রংপুরের মিঠাপুকুরে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা করেছেন তার বাবা। অভিযুক্ত নারী সেজে বোরকা পরে কৌশলে পালানো সময় স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। রাতে আটক করা হয় অভিযুক্ত শাহ্ আলমকে।
জানা গেছে, উপজেলার স্থানীয় একটি বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী আজ মঙ্গলবার দুপুরে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। ফেরার পথে ওত পেতে থাকা যুবক শাহ্ আলম (৪০) ছাত্রীটিকে ধরে ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে গেলে শাহ্ আলম পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নেন। রাত সাড়ে ৮টার দিকে অভিযুক্ত শাহ্ আলম বোরকা পরে পালানোর চেষ্টা করে। পথে উপজেলার চিথলী বিলে ব্রিজের ওপর থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
মিঠাপুকুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, ধর্ষণের শিকার শিক্ষার্থীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তার বাবা মামলা করেছেন। রাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।