Wednesday, March 19, 2025

আ. লীগের বিচার নিয়ে কেন রাজনৈতিক দলগুলো সোচ্চার না? যা বললেন সামান্তা

আরও পড়ুন

জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, বিএনপি-জামায়াত বা অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ যারা মাঠে আছেন, তারা যে পরিমাণ জুলুমের শিকার হয়েছেন, এই ১৫ বছরের জুলুমের বিচার কি তারা চেয়েছেন? চাইলে সেটা কী মাত্রায় চাচ্ছেন। একটি বেসরকারি গণমাধ্যমের টকশোতে তিনি এ কথা বলেন।

সামান্তা বলেন, আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার জন্য, তাদেরকে নিষিদ্ধ করার জন্য যে রাজনৈতিক ঐক্যমত প্রয়োজন, যে বিচারিক জায়গাটা নিশ্চিত করার প্রয়োজন, সেটার জন্য কিন্ত কোন রাজনৈতিক দলকে আমরা সেভাবে সোচ্চার হতে দেখছি না। এটা তাদের প্রাথমিক ম্যান্ডেট না, তাদের প্রাথমিক ম্যান্ডেট হলো নির্বাচন। নির্বাচনের সাথে ক্ষমতা যুক্ত। তাদের প্রায়োরিটি খুব পরিষ্কার। তাদের নেতাকর্মীদের জীবন, তাদের নেতাকর্মীদের পরিবার গুরুত্বপূর্ণ নয়। বিচার তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো নির্বাচন ও তার মাধ্যমে ক্ষমতায় আসা।

আরও পড়ুনঃ  ভোলায় সাড়ে ৬ লাখ কোটি টাকার গ্যাসের সন্ধান

সামান্তা আরো বলেন, আজ পর্যন্ত যতগুলো লড়াই সংগ্রামের ইতিহাস আছে বাংলাদেশের, সবগুলোতে দেখবেন চাকরি ও বৈষম্য এই বিষয়টি জড়িত আছে। আমাদের যে মুক্তিযুদ্ধ সেটাও চাকরির যে বৈষম্য তা থেকে শুরু হয়েছিল। বাংলাদেশের মানুষের কাছে চাকরি হচ্ছে একটা লোয়েস্ট ডিগনিটির অংশ। যে এই মর্যাদা টুকু দিতে না পারলে আর কী দিবে রাষ্ট্র। এই জায়গাটা নিয়ে বাংলাদেশের মানুষের যে লড়াই, সেটাকে চরমভাবে হেয় করার যে বিষয়টা এটা একটু লিখে রাখতে চাই।

আরও পড়ুনঃ  অস্বস্তিকর গরম, সুসংবাদ দিল আবহাওয়া অফিস

সেকেন্ড রিপাবলিকের কথাটা আমরা এই জন্য বলি যে, এটা ভালো একটা উদাহরণ হয়ে থাকবে৷ কারণ, এভাবে করেই ইতিহাসকে বিকৃত করার চলমান একটা প্রক্রিয়া চলতে থাকবে। এটা মুক্তিযুদ্ধকে নিয়ে হয়েছে এবার এই অভ্যুত্থানকে নিয়েও হবে।

আমাদের দেশে ২৪-এ অভ্যুত্থান বলে কিছুই হয়নি এমন একটি বাতাবরণ তৈরি করা হবে, এমন একটি হাওয়া আনা হবে।

সর্বশেষ সংবাদ