Monday, August 18, 2025

বিএনপি এবং আওয়ামীলীগকে একই পাল্লায় পরিমাপ করা অবিচার

আরও পড়ুন

মাওলানা মামুনুল হক বলেছেন, অনেকেই বিএনপি এবং আওয়ামীলীগকে একই পাল্লায় পরিমাপ করেন। আমি মনে করি এটা অনেক বড় অবিচার। আওয়ামী লীগ কোন ইসলামী সংগঠন নয়, বিএনপি ও কোন ইসলামী সংগঠন নয়। তবে এই দুইটি সংগঠনের মধ্যে অনেক ঐতিহাসিক পার্থক্য রয়েছে। বেগম খালেদা জিয়া আমাদেরকে বলতেন, আমরা ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করি না তবে আমাদের অবস্থান খুব স্পষ্ট। আপনারা যারা ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করেন, আপনারা সামনে এগিয়ে গেলে আমাদের পক্ষ থেকে কোন বাধা পাবেন না।

আরও পড়ুনঃ  আজহারির ডাকে ছুটে গেলেন মাসুদ সাঈদী, আবেগঘন পোস্ট

“বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামিক শক্তি পরস্পরকে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে। ধর্মীয় বিষয়ে আমার এক্সপার্টিজ আছে। রাষ্ট্র পরিচালনায় ধর্ম এবং ধর্মীয় ব্যাপারে জনাব তারেক রহমানের যেকোন প্রয়োজনে আমার সমর্থন ও সহযোগিতা থাকবে।” বলে জানিয়েছেন মামুনুল হক।

আজ ১৮ই মার্চ (মঙ্গলবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কুরআন তেলাওয়াত অনুষ্ঠানে হেফাজতে ইসলাম এবং খেলাফতে মজলিশের নেতা মামুনুল হক এসব কথা বলেন ।

আরও পড়ুনঃ  বাধ্যতামূলক অবসরে পুলিশের ৩ কর্মকর্তা

তিনি আরো বলেন, রাজনৈতিক প্রেক্ষাপটে আপনারা একটা আদর্শের রাজনীতি করেন আমরা আরেকটা আদর্শের রাজনীতি করি। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের একটা কথা মনে রাখতে হবে, সেটা হল বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তি পরস্পরকে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে হবে। যদি জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তির মধ্যে বিভেদ তৈরি হয় তাহলে বাংলাদেশ বিপন্ন হবে। বাংলাদেশ বিরোধী ফ্যাসিবাদী শক্তি আবার শক্তিশালী হবে। যারা বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলতে চায় তারাই স্বাধীনতার শত্রু বাংলাদেশের শত্রু।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ