Wednesday, July 23, 2025

ছাত্র-জনতার ওপর হামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

আরও পড়ুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট সিরাজগঞ্জ রোড গোলচত্বর এলাকায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আব্দুল করিম রেজা জেলার সলঙ্গা থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করে সলঙ্গা থানার ওসি এনামুল হক বলেন, সকাল ১১টার দিকে সলঙ্গা বাজার থেকে আব্দুল করিমকে গ্রেপ্তার করা হয়। তিনি মামলায় এজাহারভুক্ত আসামি।

আরও পড়ুনঃ  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনুষ্ঠানে ছাত্রলীগের হামলা

মামলার আসামিদের মধ্যে রয়েছেন, সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি রায়হান গফুর, সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু, যুগ্ম-সাধারণ সম্পাদক হেদায়েতুল আলম, সহসভাপতি মিজান বি এস সি, জাহাঙ্গীর আলম লাবু, হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহেল কাফি, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সলঙ্গা থানা আওয়ামী লীগের সহসভাপতি ফনি ভূষণ পোদ্দার, সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি তাওহীদুর রহমান বাচ্চু, সলঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সসম্পাদক রফিকুল ইসলাম হিরো, রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম, সলঙ্গা থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনজেল হোসেন সাগর।

আরও পড়ুনঃ  ‘নির্বাচনের জিকির শুনাইয়া লাভ নাই, আমরা রক্ত দিতে শিখে গেছি’

গত ২৩ আগস্ট সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জেল হক উদ্দিন বাদী হয়ে ১১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ