Wednesday, March 19, 2025

হাসিনাকে ফেরাতে জাহাঙ্গীরের ষড়যন্ত্র, ভাইরাল অডিওতে যা শোনা গেল

আরও পড়ুন

সোশ্যাল মিডিয়ায় ১১ মিনিট ৯ সেকেন্ডের একটি অডিও রেকর্ড ভেসে বেড়াচ্ছে। তাতে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে দলের নেতাকর্মীদের উদ্দেশে বলতে শোনা যাচ্ছে, দলের প্রধানকে (শেখ হাসিনা) কীভাবে দেশে ফেরানো যায় তার প্রস্তুতি নিন। মনে রাখবেন, যদি এক সঙ্গে হই, কোনো শক্তিই আমাদের দমাতে পারবে না। 

গণ-অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া জাহাঙ্গীরের এমন কর্মকাণ্ডের প্রেক্ষিতে এরইমধ্যে সরব হয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা।

তারা বলছেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী রাজনৈতিক দল। বিদেশে থেকে তারা দেশকে সংকটের দিকে ঠেলে দিতে চাচ্ছে। এজন্যই দেশের অভ্যন্তরে পালিয়ে থাকা নেতাদের এসব নির্দেশনা দিচ্ছে। সবার ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের এসব অপকর্ম প্রতিহত করতে হবে। 

আরও পড়ুনঃ  দেশে ৪ জেলায় বিজিবি মোতায়েন

এদিকে ভাইরাল হওয়া সেই অডিওতে সাবেক গাসিক মেয়র জাহাঙ্গীর আলমকে বলতে শোনা যায়, ‘পৃথিবীর কোনো শক্তি আমাদের বাড়ির মধ্যে গুছিয়ে দেবে না। আমাদের নেতা (শেখ হাসিনা) তার কাজ তিনি করছেন। আমাদের যে কাজ, তা আমাদেরই করতে হবে। নিজেদের অবস্থান তৈরি করতে হবে। আপনাদের কী করতে হবে, ২৪ ঘণ্টা আগেই তা জানিয়ে দেওয়া হবে। যা বলা হবে-আপনরা নিজ নিজ জায়গা থেকে পালন করবেন। দ্রুতই আপনাদের সিদ্ধান্ত জানানো হবে।’ 

তিনি আরও বলেন, ‘শকুনেরা দেশ দখল করছে। তাদের দখল থেকে রক্ষা পেতে নিজেদের শৃঙ্খল থাকতে হবে। আমাদের দলের প্রধানকে কীভাবে দেশে আনা যায়, সেজন্য সবার মধ্যে ঐক্য, সততা ও সাহসের জায়গাটা থাকতে হবে। আমরা ১ লাখ মানুষ যদি এক সঙ্গে হই, কোনো শক্তিই আমাদের দমাতে পারবে না। ওয়ার্ডে ওয়ার্ডে নিজের অবস্থান তৈরি করতে পারলে সারাদেশে অবস্থান হয়ে যাবে।’

আরও পড়ুনঃ  আয়নাঘর আমার সৃষ্টি না, আমি নির্দোষ : জিয়াউল আহসান

সবশেষে জাহাঙ্গীর বলেন, ‘শুধু ছাত্রলীগে ৩৬ লাখ নেতা থাকার কথা। আওয়ামী লীগের সব সহযোগী সংগঠন মিলে ১ কোটি ৭২ লাখ নেতা পদে থাকার কথা ছিল। কিন্তু কী কারণে হয়নি আপনারা সবাই জানেন। আমাদের ভুলত্রুটি ছিল, তা-ও সবাই জানি। আমরা সবাই কেন্দ্রীয় ও আন্তর্জাতিক নেতা হয়েছি। কিন্তু নিজের ওয়ার্ডের খবর জানি না। নিজের ওয়ার্ডে অন্য কেউ অবস্থান করে দেবে না। নিজ নিজ ওয়ার্ডে নিজেদের অবস্থান তৈরি করতে হবে। তাহলে সারাদেশেই আমাদের অবস্থান হয়ে যাবে।’ 

আরও পড়ুনঃ  ৯০’র ডাকসু-সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃবৃন্দের বিবৃতি শিক্ষার্থীদের আন্দোলন দমনে নিষ্ঠুর পথ বেছে নিয়েছে সরকার

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন গণমাধ্যমকে বলেন, পতিত ফ্যাসিস্টরা নানা ধরনের ষড়যন্ত্র ও চক্রান্তের সঙ্গে জড়িত। ঐক্যবদ্ধভাবে তাদের এ চক্রান্ত মোকাবিলা করতে হবে। না হলে তারা আত্মগোপনে থেকে অপরাধমূলক কাজ চালিয়ে যাবে এবং দেশে অরাজকতা সৃষ্টি করবে।

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। তার সঙ্গে পালিয়ে যান দলটির শীর্ষসহ বিভিন্ন পর্যায়ের অনেক নেতাকর্মী। যারা আত্মগোপনে থেকে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে। তাদেরই একজন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। যাকে দেশবিরোধী ষড়যন্ত্র বাস্তবায়নের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ