Monday, August 18, 2025

মসজিদের ইমামকে ছাত্রশিবিরের নেতা বানিয়ে অপপ্রচারের অভিযোগ, যা জানালো শিবির

আরও পড়ুন

বরিশালের গৌরনদীতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পরকীয়া প্রেমিক স্থানীয় এক মসজিদের ঈমাম মো. মাইনুল ইসলাম পলাশ ফকির (২৬) ও সৌদি প্রবাসীর স্ত্রীকে (২৫) হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। সেই ইমামকে ছাত্রশিবিরের নেতা বানিয়ে অপপ্রচার করা হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আজিজুর রহমান।

শুক্রবার (১৪ মার্চ) বিভিন্ন গণমাধ্যম এবং এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্র শিবিরকে জড়িয়ে এ সংবাদ প্রচার হলে বিষয়টির প্রতিবাদ জানান তিনি।

আরও পড়ুনঃ  ১ নারীকে স্ত্রী দাবি করে ২ যুবকের মধ্যে টানা- হেঁচড়া

জনকণ্ঠকে তিনি বলেন, বরিশালের গৌরনদীতে যে গঠনায় ছাত্রশিবিরকে জড়ানো হয়েছে তা সঠিক নয়। মো. মাইনুল ইসলাম পলাশ ফকির নামে সেখানে ছাত্রশিবিরের কোনো থানা সেক্রেটারি নেই।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নলচিড়ার ইউনিয়নের বদরপুর গ্রামে সৌদি প্রবাসীর বসতঘর থেকে তাদের আটক করা হয়।

আটককৃত পলাশ ফকির গৌরনদী উপজেলার বদরপুর মুসুল্লিবাড়ী জামে মসজিদের ইমাম এবং উজিরপুর উপজেলার পশ্চিম শোলক গ্রামের শাহ আলম ফকিরের ছেলে।

আটকের বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচার করা হয়।

আরও পড়ুনঃ  লঞ্চে নবজাতক শিশুর জন্ম আজীবন যাতায়াতে ফ্রী ঘোষণা করলেন লঞ্চ মালিক

গৌরনদী উপজেলা জামায়াতের আমির মাওলানা আল আমিন সাংবাদিকদের জানান, ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। অভিযুক্ত ব্যক্তি ছাত্রশিবিরের কেউ নয়।

নলচিড়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা সাংবাদিকদের জানান, অভিযুক্ত ব্যক্তি একজন মসজিদের ইমাম—এ তথ্য শুনেছি।

গৌরনদী থানার এসআই জুয়েল হাওলাদার জানান, গভীর রাতে ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে অনৈতিক কার্যকলাপের অভিযোগে পরকীয়া প্রেমিক-প্রেমিকাকে আটক করা হয়। তবে স্থানীয় কেউ বাদী না হওয়ায় পুলিশ বাদী হয়ে অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ করে জনমনে বিরক্তি সৃষ্টি করায় পেনাল কোড ২৯০ ধারায় অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়ায় মামলা করেছে।

আরও পড়ুনঃ  প্রতিমা ভাঙচুরে জড়িত যুবককে পুলিশে দিলেন বাবা

এ বিষয় গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ইউনূস মিয়া সাংবাদিকদের বলেন, পরকীয়ার অভিযোগে গ্রেপ্তার মসজিদের ইমাম মাইনুল ইসলাম পলাশ ফকির ও ঝুমুর খানমকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ