Monday, August 18, 2025

যে কারণে আইনি সহায়তা ও স্বাস্থ্য পরামর্শ সেল গঠন করলো বিএনপি

আরও পড়ুন

নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যা এবং ভুক্তভোগীদের সহায়তার লক্ষ্যে “নিপীড়িত নারী ও শিশুদের আইনি সহায়তা ও স্বাস্থ্য পরামর্শ সেল গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (১৪ মার্চ) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

তিনি বলেন, বিএনপি দেশব্যাপী ৮৪টি সাংগঠনিক জেলায় নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনাগুলোর তথ্য সংগ্রহ করবে এবং ভুক্তভোগীদের প্রয়োজনীয় আইনি ও স্বাস্থ্যসেবা প্রদান করবে। এ লক্ষ্যে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এসময় রুহুল কবির রিজভী মাগুরায় ৮ বছরের শিশু আছিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুনঃ  যে আসনে কখনোই জেতেনি বিএনপি

সংবাদ সম্মেলনে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ