Monday, August 18, 2025

বিএনপি ১৬ বছর কষ্ট করে ফ্যাসিস্ট স্বৈরাচারকে উৎখাত করতে পেরেছে: টুকু

আরও পড়ুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘নির্বাচনকে যত বিলম্বিত করা হবে, ততই দেশের সমস্যাগুলো বৃদ্ধি পাবে। এতে দেশের কল্যাণ হবে না। বিএনপি ১৬ বছর কষ্ট করে ফ্যাসিস্ট স্বৈরাচারকে উৎখাত করতে পেরেছে। কিন্তু সেই ফসলটি ঘরে তোলা সম্ভব হবে না, যদি নির্বাচনে বিলম্ব হয়।’

আজ রোববার সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন ইকবাল হাসান মাহমুদ টুকু।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার নির্দেশে সব করেছেন, স্বীকার আনিসুল হকের

এ সময় ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, গণপরিষদ নির্বাচনের দাবি ভিত্তিহীন। বর্তমান আইন অনুযায়ী জাতীয় নির্বাচন করতে হবে।

নির্বাচনকে পেছানোর জন্য গণপরিষদ নির্বাচনের কথা বলা হচ্ছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপি এটা মেনে নেবে না। ড. মুহাম্মদ ইউনূসের মতো বিশ্ববরেণ্য মানুষ বর্তমান সরকারের নেতৃত্ব দিচ্ছেন। উনার কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি ছিল।’

কিন্তু মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে উল্লেখ করে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এসব করে দেশে ঘোলা পানি তৈরি করা হচ্ছে। যেটাতে জাতির কোনো কল্যাণ হবে না।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ