Thursday, March 20, 2025

নারী কনস্টেবলকে রড দিয়ে পেটালেন বিএনপি নেতার গাড়িচালক

আরও পড়ুন

সাভারে ইতি খানম নামে এক নারী পুলিশ কনস্টেবলকে মারধরের ঘটনায় জড়িত ব্যক্তির পরিচয় মিলেছে। তিনি সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহর গাড়িচালক।

রোববার (৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লায় ওই নারী কনস্টেবলকে লোহার রড দিয়ে মারধর করা হয়।

অভিযুক্ত ব্যক্তি হলেন- সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহর গাড়িচালক সোহেল। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  মাগুরায় শিশুটিকে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে যা বললেন হিটু শেখ

ভুক্তভোগীর বরাত দিয়ে পুলিশ জানায়, কনস্টেবল ইতি খানম গাজীপুরের কালিয়াকৈর থানায় কর্মরত রয়েছেন। তিনি সাভার মডেল থানার কোয়ার্টারে পরিবার নিয়ে বসবাস করেন। দুপুরে তিনি সাদা পোশাকে কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। এ সময় সাভার মডেল থানার সামনে থেকে রিকশা নিয়ে থানা স্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। ওই সময় পথে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি প্রাইভেটকার রিকশার সামনে চলে আসে। তখন ওই প্রাইভেট কার চালক উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে কনস্টেবল ইতি নিজের পরিচয় দিয়ে গাড়িচালকে শান্ত হতে বলেন। কিন্তু গাড়িচালক লোহার রড বের করে তাকে বেধড়ক মারধর করেন।

আরও পড়ুনঃ  কৃষি পুনর্বাসন ও প্রণোদনার টাকা ‘আত্মসাৎ’ করলেন কৃষি কর্মকর্তা

এ বিষয়ে সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ ঢাকা পোস্টকে বলেন, আমি গাড়িতে ছিলাম না। তবে ঘটনা শুনে আমি তাকে শাসিয়েছি।

সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা ঢাকা পোস্টকে বলেন, ওই নারী পুলিশ কনস্টেবলকে মারধরের ঘটনায় অভিযুক্তের পরিচয় পাওয়া গেছে। তার নাম সোহেল। তাকে আটকের জন্য অভিযান চলছে।

সর্বশেষ সংবাদ