Monday, July 28, 2025

যুক্তরাষ্ট্রে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ তারেকসহ বিএনপির তিন নেতাকে আমন্ত্রণ

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠেয় ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ তিন শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

শনিবার বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেছেন, যুক্তরাষ্ট্রের কয়েকজন কংগ্রেস সদস্যের স্বাক্ষর করা এই আমন্ত্রণপত্র শুক্রবার দলের মহাসচিবের কাছে এসেছে।

আগামী ফেব্রুয়ারি মাসে হতে যাওয়া এ অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়া অন্য দুজন হলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আরও পড়ুনঃ  জামায়াত শাপলাকে, আ.লীগ শাহবাগকে ‘প্রক্সি’ হিসেবে ব্যবহার করেছে

আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে এই ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানটি হবে।

‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ একটি বার্ষিক অনুষ্ঠান। এটি সাধারণত ফেব্রুয়ারির প্রথম বৃহস্পতিবার ওয়াশিংটনে হয়।

এ অনুষ্ঠান যুক্তরাষ্ট্রের জাতীয় ও আন্তর্জাতিক নেতৃবৃন্দের মধ্যে সংলাপের একটি প্ল্যাটফর্ম।

ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানের আগেই আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেবেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ