সম্প্রতি বিভিন্ন গোষ্ঠীরা দাবি আদায়ের জন্য রাজপথ দখল করে, তারা মনে করে রাজপথ দখল করলে দাবি আদায় সম্ভব। কিন্তু এটা সমাধান নয় এমনটাই মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
বুধবার (৮ জানুয়ারি) সকালে ঢাকা ক্লাবে আয়োজিত বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
ডিএমপি কমিশনার বলেন, ইদানীং বিভিন্ন গোষ্ঠী ও সম্প্রদায় ছোটখাটো দাবি আদায়ে রাস্তা বেছে নেয়। তারা মনে করে রাস্তা দখলে নিলেই তাদের দাবি আদায় হবে। যার ফলে ঢাকা শহরের ভঙ্গুর ট্রাফিক ব্যবস্থা আরও নাজুক অবস্থায় পড়ে। ফলে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় কেটে যায়। বিশেষ করে মিরপুর, এয়ারপোর্ট রামপুরা রোডে বেশি সমস্যা দেখা দেয়।
বিভিন্ন দাবিদাওয়ার বিষয়ে খোলা মাঠ কিংবা সভাস্থল বেছে নেয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ঢাকায় উত্তর দক্ষিণের রাস্তা খুবই কম। একটি রাস্তা বন্ধ হয়ে গেলে সব কিছু থেমে যায়। আপনারা দাবি আদায়ের বিষয়ে খোলামাঠ, অডিটোরিয়াম বেঁচে নিন। দাবি আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ডেকে আলোচনা করে সমস্যা সমাধান করুন। ঢাকাবাসীর ট্রাফিক ব্যবস্থাকে আর ভঙ্গুর করবেন না।
তিনি আরও বলেন, ৫ আগস্টের পরে পুলিশ কিছুটা নিষ্ক্রিয় ছিলো তবে সেগুলো থেকে উতরে আসার চেষ্টা চলছে। গত ১৫ বছরের পুলিশের আচরণ থেকে বের হতে চায় পুলিশ। একইসাথে ৪০ হাজার পুলিশকে পরিবর্তন করা সম্ভব নয়। তাদের প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে।
এ সময় ছিনতাইরোধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাজ করছে বলেও জানান কমিশনার।