Wednesday, August 13, 2025

ছাত্রদল-শিবিরের হামলায় ঢাবি উপাচার্যসহ শতাধিক আহতের দাবিটি গুজব

আরও পড়ুন

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন ইস্যুতে ছাত্রদল-শিবিরের হামলায় উপাচার্য-প্রক্টরসহ শতাধিক আহতের গুজব ছড়ানো হচ্ছে।

শনিবার (৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

প্রচারিত ওই সকল পোস্টে বলা হচ্ছে, গত ২ জানুয়ারি ডাকসু নির্বাচন নিয়ে উপাচার্য-প্রক্টরের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এরই প্রেক্ষিতে, ‘ডাকসু বিতর্কে ছাত্রদল এবং শিবিরের হামলায় ভিসি প্রক্টর সহ শতাধিক আহত’ এবং ‘ডাকসু বিতর্কে ছাত্রদলের হামলায় ভিসি প্রক্টর সহ শতাধিক আহত!’ এমনকি এই গুজবের সত্যতা জানতে চেয়ে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকেও পোস্ট দিতে দেখা যায়।

রিউমর স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়েছে, ডাকসু নির্বাচন ইস্যুতে ঢাবিতে এমন কোনো হামলার ঘটনা ঘটেনি, বরং মজার ছলে বা সার্কাজম করে দেওয়া এক ছাত্রদল নেতার পোস্ট থেকে আলোচিত দাবিটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। ফেসবুক মনিটরিং টুল ব্যবহার করে “Shakil Ahammed” একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ২ জানুয়ারি সকাল ১১ টা ২ মিনিটে দেওয়া একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। ওই অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে একই দাবিতে সাবেক এক ছাত্রলীগ নেতার পোস্ট এবং সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পোস্ট শেয়ার দিয়ে সার্কাজম বা মজা করতে দেখা যায়। তবে সাকিব আহমেদকে পোস্টে কোনো ডিসক্লেইমার দিতে দেখা যায়নি। এছাড়া অ্যাকাউন্টটি আরও পর্যবেক্ষণ করে দেখা যায়, শাকিল আহম্মেদ একজন ছাত্রদল নেতা।

আরও পড়ুনঃ  সারা দেশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে পারে রেস্তোরাঁ

পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে প্রথম আলোর ওয়েবসাইটে ‘ডাকসু নির্বাচন ঘিরে আমাদের নিয়ে অপপ্রচার চলছে: ঢাবি ছাত্রদল’ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, ডাকসু নির্বাচনকে ঘিরে ছাত্রদলকে নিয়ে অপপ্রচার চলছে বলে দাবি করেছে সংগঠনটি।

প্রথম আলোকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় বলেন, ছাত্রদলের নেতা–কর্মীদের হাতে উপাচার্যের হেনস্তা হওয়ার কোনো ঘটনা ঘটেনি। তিনি বলেন, ‘তবুও ছাত্রদলের যেসব পদস্থ নেতা সেখানে উপস্থিত ছিলেন তাঁদের আমরা সাংগঠনিক স্বচ্ছতার স্বার্থে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি।’

আরও পড়ুনঃ  দুদকের সাবেক কমিশনারের পাসপোর্ট বাতিল, দেশত্যাগে নিষেধাজ্ঞা

এছাড়া গণমাধ্যমটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘প্রতিবাদের ভাষা তো একটু উচ্চ স্বরেই হয়। আমরা সেটাতে অভ্যস্ত।’ তিনি বলেন, তাদের কাছে ঘটনাটিকে হেনস্তা বা অপমান, এমন কিছু মনে হয়নি। তবে বাইরে থেকে কেউ দেখলে হয়তো এমন মনে হতে পারে। প্রক্টর আরও বলেন, শিক্ষার্থীরা তাদের দাবি জানাচ্ছিলেন। দাবি জানাতে গিয়ে কেউ হয়তো একটু উচ্চ স্বরে কথা বলেছেন। তাঁদের অনেকগুলো দাবি যৌক্তিকও ছিল।

প্রচারিত দাবিটির কোনো সত্যতা পাওয়া যায়নি এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘এগুলো ফালতু কথা, আজগুবি কথা। ওরা (আওয়ামী লীগ ও ছাত্রলীগ) ১৫ বছর এমন করেছে, এখনও করছে। এটা অবাস্তব।’

সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘শিক্ষার্থীদের নানান দাবি-দাওয়া তো থাকেই। গতকাল ওরা (ছাত্রদল) ভেবেছিল যে, সিন্ডিকেটে হয়তো ডাকসু নিয়ে এজেন্ডা আছে। বলছিল যে, সিন্ডিকেটে যেন ডাকসু নিয়ে আলোচনা না হয়। কিন্তু আমরা ওদেরকে বোঝাচ্ছিলাম যে, সিন্ডিকেটে ডাকসু নিয়ে কোনো আলোচনার এজেন্ডা নেই। মূলত ঘটনা এটাই।’

আরও পড়ুনঃ  ‘বাংলাদেশে কখনও ইসলামি চরমপন্থীরা ক্ষমতায় আসবে না’

বিষয়টি অধিকতর যাচাইয়ের জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত একাধিক সাংবাদিক ও প্রক্টরের সাথে কথা বলি। ঢাবির সাংবাদিক আবিদ হাসান রাসেল, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার বাইরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি গ্রুপ ডাকসুর নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে স্লোগান দিতে থাকে। অপর দিকে ছাত্রদলের নেতা কর্মীরা আগে ডাকসুর গঠনতন্ত্র সংস্কার করে পরে নির্বাচন দেয়ার দাবিতে স্লোগান দিতে থাকে। পরে ভিসি প্রক্টর বেরিয়ে এসে জানান, সিন্ডিকেট সভায় ডাকসু নিয়ে কোনো এজেন্ডা নেই। এরপর সবাই যার যার মতো চলে যায়। সেখানে কোনো ধরনের হামলার ঘটনা ঘটেনি৷’

ঢাবির আরেক সাংবাদিক মো. বোরহান উদ্দিন বলেন, ‘প্রচারিত দাবিটি মিথ্যা। বাকবিতন্ডার ঘটনা ঘটলেও আহত বা নিহতের কোনো ঘটনা ঘটেনি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘এমন কোনো ঘটনা ঘটেনি। প্রচারিত পোস্টগুলো মিথ্যা।’

সুতরাং, ডাকসু বিতর্কে ছাত্রদল কিংবা শিবিরের হামলায় ভিসি প্রক্টর সহ শতাধিক আহত হওয়ার দাবিগুলো সম্পূর্ণ মিথ্যা।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ