Monday, August 18, 2025

শহীদ মিনারে গণঅধিকারের ফারুক হাসানের ওপর হামলা, যাদের বিরুদ্ধে অভিযোগ

আরও পড়ুন

ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধানের দাবিতে ডাকা জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে হট্টগোল হয়েছে। সেখানে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বক্তব্যের জেরে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান হামলার শিকার হয়েছেন।

শনিবার (৪ জানুয়ারি) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে বক্তব্য দেয়ার সময় এ হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন ফারুক হাসান।

সাংবাদিকদের তিনি বলেন, আমি বক্তব্য দেয়ার সময় বলেছিলাম আমরা বিপ্লবী সরকার চেয়েছিলাম, অন্তর্বর্তী সরকার চাইনি। এর জন্য তারাই দায়ী যারা ৫ আগস্ট ক্যান্টনমেন্টে বৈঠক করেছিল। এ বক্তব্য দেয়ার পরপরই ছাত্রদলের নেতাকর্মীরা আমার ওপর আক্রমণ চালান। এ সময় তারা আমার মানিব্যাগ ও মোবাইলফোন নিয়ে গেছেন।

আরও পড়ুনঃ  সম্পূর্ণ বিনা বেতনে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে হাঙ্গেরি, আবেদন করবেন যেভাবে

এ ঘটনার গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেন, সরকারের সমালোচনা করায় শহিদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের নেতাকর্মীরা ফারুক হাসানের ওপর ব্যাপক হামলা চালিয়েছে। কপালে ছুরি দিয়ে জখম করা হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ