এত বছর পোলাপান ১ তারিখে বই পেয়েছে: মাসুদ কামাল
সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল সম্প্রতি একটি বেসরকারী টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে নতুন বছরে শিক্ষার্থীদের যথাসময়ে নতুন বই পাওয়া নিয়ে মন্তব্য করেছেন।
মি. কামাল বই পাওয়ার কথা উল্লেখ করে বলেন, এত বছর ধরে স্বৈরাচার দূর করছি, যা লাগে করছি, কিন্তু পোলাপাইনতো ১ তারিখে বই পাইছে।ওনি দিতে পারলেন না।
ভিডিও দেখতে: https://www.facebook.com/share/19gdG4SoBr/
আবিষ্কারের কথা উল্লেখ করে মি.কামাল আরো বলেন, এটাতো একটা ধারাবাহিকতা।এখানেতো নতুন করে কিছু আবিষ্কার করার দরকার নাই।১ তারিখে শিক্ষার্থীরা বই পায়,বই উৎসব হয় বাংলাদেশে।