বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ১৯৯৬ সালে যদি জামায়াত ভুল না করতেন তাহলে উনাদের যে সমস্ত আল্লাহর অলিকে বিচারের নামে হত্যা করা হয়েছে তা হতো না। আমি বলবো উনারা শাহাদাত বরণ করেছেন। আর উনাদের শাহাদাত বরণ করা প্রয়োজন হত না, যদি সেদিন জামায়াত ইসলামি বিএনপির সাথে নির্বাচন করত।
মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন,১৯৯৬ সালে বিশেষ করে ইসলামী দলগুলো কিছু ভুল করেছে। যার কারণে আওয়ামী লীগ সরকার গঠন করতে পেরেছে। ১৯৯৬ সালে যদি জামায়াত ইসলামি আল্লাহর দিকে তাকিয়ে বিএনপিকে সমর্থন দিতো এবং অন্যান্য ইসলামিক দল বিএনপির সাথে থাকত তাহলে কিন্তু কোনও দিন আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারত না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনারাই নির্বাচনের রেজাল্ট গুলো দেখেন। বিএনপি কত ভোটে পিছিয়ে ছিল, কত ভোটে ফেল করেছে, ভোট কেন্দ্রের রেজাল্টগুলো দেখলে বুঝতে পারবেন ইসলামী দলগুলো কত ভোট পেয়েছে। এগুলো একত্র করে দেখেন বিএনপি পাশ করত। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি।
তিনি আরও বলেন, আসলে আমাদের সমস্যা হলো আমরা তো বাংলাদেশের মাটির মানুষ। যে দলই করি দোষে গুণে মানুষ আমরা। যেমন, ইসলামি দলগুলো ভুল করে ফেলেন। এই ভুলের জন্য মাসুল দিতে হয় পুরো মুসলিম জাতিকে।