Monday, August 18, 2025

১৫ লাখ টাকা নগদ ও ‘সেইফ এক্সিট’ চায় ডাকাতরা

আরও পড়ুন

১৫ লাখ টাকা নগদ ও ‘সেইফ এক্সিট’ চায় ডাকাতরা
ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় হানা দেওয়া ডাকাতদের সঙ্গে পুলিশের যোগাযোগ হয়েছে। এ সময় তারা দুটি দাবি জানিয়েছে। প্রথমটি হচ্ছে— নগদ ১৫ লাখ টাকা এবং দ্বিতীয়টি হচ্ছে— নিরাপদে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় এসব তথ্য জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন।

তিনি জানান, ব্যাংকের ভেতরে ১০ থেকে ১৫ জনের মতো জিম্মি রয়েছেন। তাদের উদ্ধারে পুলিশ কাজ করছে।

আরও পড়ুনঃ  সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরও ২ মাস

তিনি আরও জানান, ডাকাত দলের সদস্যরা দুটি দাবি করেছে। প্রথমটি হচ্ছে— নগদ ১৫ লাখ টাকা এবং দ্বিতীয়টি হচ্ছে— নিরাপদে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া।

এদিকে ব্যাংকে জিম্মি থাকা এক কর্মকর্তা জানান, ডাকাতরা আম‌া‌দের জিম্মি করলেও শুরু থেকেই ভালো আচরণ করেছে। তারা এখন বের হতে চাচ্ছেন। যেহেতু সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বা‌হিনীর সদস্যরা ব্যাংকটি ঘিরে রেখেছে তাই তারা জীবনহানির শঙ্কায় ভয়ে বের হচ্ছে না। ভেতরে কারো কোন প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি।

আরও পড়ুনঃ  বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে : সৈয়দ রেজাউল করীম

এর আগে দুপুর ২টার দিকে রূপালী ব্যাংকের ওই শাখায় ডাকাত দলের হানা দেওয়ার খবর পাওয়া যায়। এ খবর তাৎক্ষণিকভাবে এলাকায় জানাজানি হয়ে যায়। পাশের একটি মসজিদ থেকে মাইকিং করে ডাকাত হানা দেওয়ার তথ্য ছড়িয়ে দেওয়া হয়। পরে পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা উপস্থিত হয়ে শাখাটি বাইরে থেকে ঘিরে ফেলেন।

ঢাকা জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আজ (বৃহস্পতিবার) দুপুর ২টার দিকে ডাকাত দলের সদস্যরা রূপালী ব্যাংকের ওই শাখায় প্রবেশ করেছে বলে খবর পেয়েছি। তাদের হাতে অস্ত্র রয়েছে বলে আমাদের কাছে তথ্য এসেছে। আমরা তাদের আত্মসমর্পণ করানোর চেষ্টা করছি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ