Saturday, June 28, 2025

মাইকে শেখ মুজিবের ভাষণ বাজানোর অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আরও পড়ুন

বিজয় দিবস উদযাপন উপলক্ষে পাবনায় মাইকে শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজানো ও নেতাকর্মীদের নিয়ে বনভোজনের আয়োজন করার অভিযোগে মোস্তফা আলী খান ওরফে মোস্তবালি (৪৫) নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের টাটিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোস্তফা আলী খান চরতারাপুর ইউনিয়নের টাটিপাড়া গ্রামের চয়েন আলী খানের ছেলে। তিনি চরতারাপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান থেকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন। ওই ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতির দায়িত্বেও রয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কর্মসূচির আহ্বান হাসনাত আবদুল্লাহর

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাতে বিজয় দিবস উদযাপন উপলক্ষে ইউনিয়নের টাটিপাড়া মুজিব বাঁধের উপর আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের জন্য খিচুড়ি রান্না করা হয়। সেখানে শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণও বাজানো হয়। এ ঘটনা এলাকায় জানাজানি হলে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ আসার খবর পেয়ে ঘটনাস্থল থেকে নেতাকর্মীরা দ্রুত চলে যান। এরপর সোমবার দুপুরের দিকে অভিযান চালিয়ে প্যানেল চেয়ারম্যানকে আটক করে পুলিশ।

আরও পড়ুনঃ  শিক্ষকদের জন্য বড় সুখবর, বাড়ছে বিভিন্ন ভাতা

গত ৪ আগস্ট পাবনা শহরে বৈষম্যবিরোধী শিক্ষার্থী-জনতার শান্তিপূর্ণ মিছিলে গুলি করে দুই শিক্ষার্থীকে হত্যার ঘটনায় দায়েরকৃত একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়।

পাবনা সদর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় কুমার সাহা বলেন, রাতে মাইকে শেখ মুজিবের ভাষণ বাজানো হচ্ছিল। বেশ কিছু আওয়ামী লীগের লোকজন দলীয় প্রচার-প্রচারণা চালাচ্ছিল। এমন অভিযোগে আমরা তাকে আটক করি। এরপর বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ায় ব্যর্থ হয়ে ছুরিকাঘাতে হত্যা দেবরের

সর্বশেষ সংবাদ