Monday, August 18, 2025

অবশেষে ১০ দিন পর খালে মিলল খোকনের মরদেহ

আরও পড়ুন

নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের ১০ দিন পর খাল থেকে খোকন হোসেন (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার আমানউল্লাপুর ইউনিয়নের ওয়াপদা খাল থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত খোকন লক্ষ্মীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মজুপুর গ্রামের সর্দার বাড়ির আব্দুল ওহাবের ছেলে। তিনি বর্তমানে বেগমগঞ্জের আমানউল্লাপুর ইউনিয়নের বেদে পল্লীর পলোয়ানপুল এলাকার বাসিন্দা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত খোকন তিন বিয়ে করেন। ছোট স্ত্রীর সঙ্গে তিনি আমানউল্লাপুর ইউনিয়নের চরওয়াপদা খাল পাড়ে বসবাস করতেন। গত ১০ নভেম্বর তার স্ত্রী বেগমগঞ্জ থানায় তার স্বামী নিখোঁজ রয়েছেন বলে সাধারণ ডায়েরি (জিডি) করেন। বুধবার গভীর রাতে এক জেলে ওয়াপদা খালে মাছ ধরতে যায়। সেখানে টর্চ লাইটের আলোয় খোকনের মরদেহ কচুরিপানায় আটকে থাকতে দেখে। পরে খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে পরিদর্শন করে সকালে মরদেহ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

আরও পড়ুনঃ  দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আমরা ঐক্যবদ্ধ: শায়খ আহমাদুল্লাহ

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজম সুলতান বলেন, মৃত ব্যক্তির স্ত্রী ১০ দিন আগে তার স্বামী নিখোঁজ হওয়ার একটি ডায়েরি করে। মরদেহ পচে যাওয়ায় শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা বুঝা যায়নি। নিহতের পরিবার ধারণা করছে, নিহত খোকন স্ট্রোকের রোগী ছিলেন। স্ট্রোকের করে হয়তো পানিতে ডুবে মারা যান।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ