Sunday, July 27, 2025

‘জোড়াতালি দিয়ে চলছে বিসিবি’ বুলবুলের মন্তব্যের জবাবে যা বললেন আসিফ

আরও পড়ুন

জোড়াতালি দিয়ে চলছে বিসিবি, তবে সমস্যা সমাধানে শিগগিরই ক্রীড়া সংস্থাগুলো সংস্কার করে বিসিবিতে নতুন পরিচালক আনা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (১৭ নভেম্বর) যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের গত ১০০ দিনের কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান ক্রীড়া উপদেষ্

সংবাদ সম্মেলনে বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলের ‘জোড়াতালি দিয়ে চলছে বিসিবি’ এমন মন্তব্য দৃষ্টিতে আনলে ক্রীড়া উপদেষ্টা বিষয়টি স্বীকার করে এর প্রেক্ষাপট তুলে ধরেন। একইসঙ্গে বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাসও দেন।

আরও পড়ুনঃ  ঐতিহাসিক হোয়াইটওয়াশের পর টাইগারদের প্রধান উপদেষ্টার অভিনন্দন

আসিফ মাহমুদ আরও বলেন, অনেক পরিচালক না থাকায় এটা বাস্তব যে বিসিবি জোড়াতালি নিয়ে চলছে। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী নতুন পরিচালকদের আমাদের নিতে হবে। সেটা নেয়ার ক্ষেত্রেও কিছু চ্যালেঞ্জ আছে। আমাদের ক্রীড়া সংস্থাগুলোর পুর্নগঠনের কার্যক্রম চলমান আছে, সেগুলো পুর্নগঠন হলে নিয়মতান্ত্রিক উপায়েই আরও নতুন পরিচালক যোগ হবে। বিসিবির বিভাগগুলো ভাগ করে দেয়ার ব্যাপার আছে। সেগুলো ভাগ করে দিলে বিসিবির কার্যক্রমে আরও গতিশীলতা আসবে বলে আমি মনে করছি।

আরও পড়ুনঃ  এমন বাংলাদেশই প্রত্যাশা তামিমের

খেলাধুলাকে রাজনৈতিকীকরণ করা হয়েছে উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, বিসিবিতে তো ধারাবাহিকতা ভাঙার কোনো কথা ছিল না। যদি বিসিবিতে রাজনৈতিকীকরণ না করা হতো, তাহলে দেশে পরিবর্তন আসলেও বিসিবি তার মতোই থাকতে পারতো, ধারাবাহিকভাবে তার কার্যক্রম পরিচালনা করতে পারতো।

তিনি আরও বলেন, আমি যখন দায়িত্ব নিলাম, তখন বিসিবির পরিচালকদের পাওয়া যাচ্ছিল না। কারও সঙ্গে যে পরামর্শ করব, এমন একটা লোক পর্যন্ত ছিল না। স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনার মাধ্যমে, গঠনতান্ত্রিক অনেক জটিলতা ছিল। আইসিসির যে ফ্রেমওয়ার্ক আছে তার মধ্যে থেকে আমরা নিয়মতান্ত্রিকভাবে বিসিবিতে পরিবর্তন এনেছি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ