Thursday, March 20, 2025

ঐতিহাসিক হোয়াইটওয়াশের পর টাইগারদের প্রধান উপদেষ্টার অভিনন্দন

আরও পড়ুন

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এমন ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফোন পেয়েছেন স্বয়ং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মঙ্গলবার জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে তাকে এবং দলকে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ ছয় উইকেটে জয়ের পর প্রধান উপদেষ্টা শান্তকে বলেন, ‘সরকার এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। পুরো জাতি আপনাকে (দলকে) নিয়ে গর্বিত।’

আরও পড়ুনঃ  সাকিবের বিষয়ে সিদ্ধান্ত জানালেন বিসিবি সভাপতি

এ সময় প্রধান উপদেষ্টা আরও বলেন, দেশে ফিরলে বাংলাদেশ দলকে সংবর্ধনা দেওয়া হবে।

এর আগে পাকিস্তানের বিপক্ষে জয়ের পরপরই ভিডিও বার্তায় বাংলাদেশকে দলকে অভিনন্দন জানিয়েছেন, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বাংলাদেশ দলের এমন নির্ভার ক্রীড়া নৈপুণ্যে উপদেষ্টা বলেন, ‘দুর্নীতি এবং রাজনৈতিক বলয় থেকে ক্রীড়াঙ্গনকে মুক্ত রাখলে দেশের ক্রীড়া ক্ষেত্রে আরো সাফল্য আসবে। সরকার সেজন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে দেশের ক্রীড়া ক্ষেত্রের প্রতিটি পর্যায়ে সাফল্যের এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আরও পড়ুনঃ  ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দলে নেই নেইমার-এনদ্রিক

সর্বশেষ সংবাদ