Friday, May 2, 2025

ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করতে গিয়ে একজন আটক

আরও পড়ুন

১৪ লাখ ৬০ হাজার টাকাসহ হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশ অনুপ্রবেশের সময় এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। শনিবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটক করা ব্যক্তির নাম মোখলেছ মিয়া (৪০)। তিনি উপজেলার আলীনগর গ্রামের সাদু মিয়ার ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের দেবনগর এলাকায় অবস্থান নেন বিজিবি সদস্যরা। ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশ করার সময় মোখলেছ মিয়াকে আটক করা হয়। এ সময় তাকে তল্লাশি করে নগদ ১৪ লাখ ৬০ হাজার টাকা এবং একটি বাটন মোবাইল ফোন পাওয়া যায়।

আরও পড়ুনঃ  রাত থেকেই পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা, আসছে মহাবিপদ সংকেত

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোখলেছ মিয়া জানান, তার ভাই আবু বক্কর (৪২) হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত। তার নির্দেশে এই অর্থ সংগ্রহ করে ভারত থেকে দেশে ফিরছিলেন। এই ঘটনায় আটক মোখলেছ মিয়া এবং তার ভাই আবু বক্করের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ সংবাদ