Monday, August 18, 2025

সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ জাহাঙ্গীর আটক

আরও পড়ুন

পটুয়াখালীর মির্জাগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে উপজেলা বিএনপির এক নেতাকে অস্ত্রসহ আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোররাতে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের সুবিদখালীর তিন রাস্তার মোড় সংলগ্ন তার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক বিএনপি নেতার নাম মো. জাহাঙ্গীর আলম ফরাজী। তিনি মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর সুবিদখালী গ্রামের মো. মতলবে ফরাজীর ছেলে জাহাঙ্গীর।

মির্জাগঞ্জ সেনাক্যাম্পের ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে তার বাসায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক ৭ দশমিক ৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে সেনাবাহিনী। অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুনঃ  বিএনপি ১৬ বছর কষ্ট করে ফ্যাসিস্ট স্বৈরাচারকে উৎখাত করতে পেরেছে: টুকু

সেনাবাহিনীর উদ্ধার করা অস্ত্র ও গুলি জব্দ করে এবং আটক করা জাহাঙ্গীর ফরাজীকে আইনি প্রক্রিয়ার জন্য মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহমেদ বলেন, জাহাঙ্গীর আলম ফরাজীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ