Monday, August 18, 2025

বিমানবন্দরের টয়লেটে নবজাতক ফেলে পালাল তরুণী, অতঃপর…

আরও পড়ুন

এয়ারপোর্টের কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে টয়লেটে নিজের নবজাতক সন্তানকে ফেলে যায় এক তরুণী। এ কাজে তাকে সহায়তা করেন তার মা। তবে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে সেই দৃশ্য। ঘটনাটি ঘটেছে তুরস্কের আন্তালিয়া বিমানবন্দরে।

গেল সপ্তাহে ঘটা এ ঘটনার নতুন একটি ফুটেজ প্রকাশ্যে এসেছে। এরপর ওই তরুণীও তার মাকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, ওই তরুণীও তার মা রাশিয়ান। নবজাতকের জন্ম দেওয়া ১৮ বছর বয়সী তরুণীর নাম একা-তেরিনা বুর-নাজ-কিনা। তবে তিনি যে অন্তঃসত্ত্বা ছিলেন এবং সময় ফুরিয়ে এসেছে তা বুঝতেই পারেননি ওই তরুণী ও তার মা। এজন্য বিমানবন্দরের টয়লেটে গিয়ে সন্তান প্রসব করেন, তাকে সেখানেই ফেলে আসেন।

আরও পড়ুনঃ  গণভবন এখন যেমন

গেল ১৩ অক্টোবর তুরস্কের আন্তালিয়া বিমানবন্দরের একটি টয়লেটে ওই নবজাতককে খুঁজে পান একজন পরিচ্ছন্নকর্মী। পরে এ ঘটনার তদন্তে পুলিশকে ডাকা হয়। মাত্র ১২ মিনিটের মধ্যে নবজাতকের মা বুর-নাজ-কিনাকে খুঁজে পায় পুলিশ।

পরে বুর-নাজ-কিনা ও তার মাকে গ্রেপ্তার করা হয়। তারা দুজন মস্কো যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ