Wednesday, August 20, 2025

মধ্যরাতে ৩০০ ফিট সড়কে সেনাবাহিনীর যৌথ অভিযান

আরও পড়ুন

রাজধানীর খিলক্ষেতে ৩০০ ফিট সড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালানো হয়েছে।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) রাত ১১টা থেকে ১টা পর্যন্ত চেকপোস্ট এলাকায় সেনাবাহিনী, ট্রাফিক ও থানা পুলিশ এ অভিযান চালায়।

এ অভিযানে মোট ১৩৬টি মামলা দেওয়া হয়। তাছাড়াও জরিমানা আদায় করা হয় ২ লাখ ৩৪ হাজার ৫শ টাকা।

এ ছাড়াও জব্দ করা হয়েছে মোট ২৭টি মোটরসাইকেল ও ২টি প্রাইভেট কার। অপরদিকে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের খিলক্ষেত থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  হারুনের শতকোটির ক্যাশিয়ার

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা কর্মকর্তা বলেন, মামলা দেওয়া গাড়ির মধ্যে বেশির ভাগ মোটরসাইকেল ও কিছু প্রাইভেট কার ছিল। মাদক সেবন, সিগন্যাল অমান্য, গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্সের কাগজপত্র ঠিক না থাকায় গাড়ির বিরুদ্ধে মামলা, গাড়ি জব্দ করা’সহ বিভিন্ন অপরাধে ১২ জনকে আটক করা হয়।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাহারুল ইসলাম বলেন, সেনাবাহিনী পাঁচজন বাইকারকে আটক ও ৯টি গাড়ি জব্দ করে তাদের কাছে হস্তান্তর করেছে। এ সময় কাগজপত্র ঠিক থাকায় দুজন বাইকারকে ছেড়ে দেওয়া হয়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ