Friday, January 10, 2025

শহীদ রায়হানের পাসের খবরে কান্নায় ভেঙে পড়লেন বাবা-মা

আরও পড়ুন

শহীদ রায়হান। মারা গেছেন পুলিশের গুলিতে। গত ৫ আগস্ট প্রাণ হারালেও তার রেখে যাওয়া স্মৃতি বয়ে বেড়াচ্ছে পরিবার। এবার এইচএসসি পরীক্ষার ফল পেয়ে কান্নায় ভেঙে পড়েন তার পরিবারের সদস্যরা।

কারণ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন রায়হান। পেয়েছেন জিপিএ ২.৯২। মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

রায়হান নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব দুর্গানগর গ্রামের আমজাদ হাজিবাড়ির মো. মোজাম্মেল হোসেন ও আমেনা দম্পতির একমাত্র ছেলে। তিনি রাজধানীর গুলশান কমার্স কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  জাতিসংঘের বিফ্রিংয়ে আবারও কোটা আন্দোলন ইস্যু

জানা যায়, গেল ৫ আগস্ট বাড্ডায় বিজয় মিছিলে যোগদান করলে গুলিবিদ্ধ হয়ে মারা যান রায়হান। এরপর ৬ আগস্ট দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার বাবা মো. মোজাম্মেল হোসেন বাড্ডায় একটা বাড়িতে কেয়ারটেকারের চাকরি করতেন। রায়হান পাশেই একটা মেসে থাকতেন।

এইচএসসি ও সমমান পরীক্ষা / পাসের হার কোন বোর্ডে কত

রায়হানের একমাত্র বোন ঊর্মি আক্তার গণমাধ্যমকে বলেন, ভাইয়ের ফলাফল দেওয়ার খবর শুনে বাবা-মা কান্না করছেন। আমার ভাই বেঁচে থাকলে সবাই খুশি হতো।

আরও পড়ুনঃ  ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের নৃশংস নির্যাতনের বর্ণনা জাতিসংঘের

রায়হানের মা আমেনা খাতুন বলেন, আমার ছেলে বেঁচে নেই, তার এই ফল দিয়ে কী হবে? নিজেরা না খেয়ে সন্তানকে খাইয়েছি। তাকে ঢাকায় পড়ালেখা করিয়েছি। তার অনেক স্বপ্ন ছিল। সব স্বপ্ন বুলেটে শেষ হয়ে গেছে।

সর্বশেষ সংবাদ