Monday, August 18, 2025

যশোরে হাতুড়ি দিয়ে পিটিয়ে যুবককে হত্যা

আরও পড়ুন

যশোরের সদর উপজেলায় সাইফুল ইসলাম সাগর নামে এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বালিয়া ভেকুটিয়া বাজারসংলগ্ন ব্রিজের ওপর পিটিয়ে আহত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা ঢাকায় রেফার্ড করলে সেখানে নেওয়ার পথে রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

নিহত সাইফুল ইসলাম সাগর (৩৫) বালিয়াডাঙ্গা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, সাইফুল ইসলাম সাগর এলাকার চিহ্নিত দুর্ধর্ষ সন্ত্রাসী এবং চাঁদাবাজ হিসেবে পরিচিত। ইতোপূর্বে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। ১০/১২ দিন আগে তিনি একটি অস্ত্র মামলায় কারাগার থেকে মুক্তি পান।

আরও পড়ুনঃ  ‘আমার বাবা নিরস্ত্র ছিল, তাকে হত্যা করে কেন ওভারব্রিজে ঝুলাল’

সোমবার সন্ধ্যা ৭টার দিকে বালিয়া ভেকুটিয়া ব্রিজের ওপর সাগরকে একা পেয়ে অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা। এ সময় তাকে দুই পায়ে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পথে তিনি মারা যান।

কোতোয়ালি মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, নিহত সাগরের পরিবার থেকে এখনো কেউ অভিযোগ করেনি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ