Monday, August 18, 2025

আকাশপথ বন্ধ করে দিল ইরান

আরও পড়ুন

ইসরায়েলের সঙ্গে যুদ্ধকর পরিস্থির মধ্যেই হঠাৎ নিজেদের সব বিমানবন্দর বন্ধ করে দিয়েছে ইরান। রোববার (৬ অক্টোবর) রাত ৯টা থেকে সোমবার (৭ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত বন্ধ রাখা হবে বিমানবন্দরগুলো।

দেশটির বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা মেহের নিউজ।

মেহের নিউজ জানিয়েছে, এ সংক্রান্ত একটি নোটিশ ইরানি কর্তৃপক্ষ সব পাইলটকে পাঠিয়েছে। তবে জরুরি ফ্লাইট, ফেরি ফ্লাইট এবং সরকারি বিমানকে এর আওতার বাইরে রাখা হয়েছে।

আরও পড়ুনঃ  যুবদলের নামে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রলীগ নেতা ধরা

ইরানের আরেক রাষ্ট্রায়াত্ত্ব বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, ‘অপারেশনাল সীমাবদ্ধতার’ কারণে বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। তবে, এর সঙ্গে ইসরায়েলের পাল্টা হামলার বিষয়টি থাকতে পারে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

গেল মঙ্গলবার ইসরায়েলকে লক্ষ্য করে ১৮১টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান। এরপর থেকেই পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়ে আসছে তেল আবিব। তবে, কবে বা কখন হামলা চালানো হবে তা স্পষ্ট করেনি ইহুদি সংখ্যাগরিষ্ঠ দেশটি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ