Monday, August 18, 2025

আন্দোলনে হামলাকারী হেলমেট বাহিনীর অন্যতম সদস্য মনিরুল গ্রেপ্তার

আরও পড়ুন

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী হেলমেট বাহিনীর অন্যতম সদস্য মো. মনিরুল মোশারফ ওরফে শুভ্রকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী থানা পুলিশ।

শনিবার (৫ অক্টোবর) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে নিশ্চিত করেন ওয়ারী বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মফিজুল ইসলাম।

তিনি জানান, গতকাল শুক্রবার রাতে উত্তর যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় অভিযান চালিয়ে মনিরুলকে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ছুরি, ৫টি চাপাতি, ৩টি চাকু, ১টি হকিস্টিক, ১টি স্টিলের পাইপ, ১টি লোহার রড, ১টি হাতুড়ি, ২টি লাল ও কালো রঙের মোটরসাইকেলের হেলমেট উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ  স্বর্ণ চুরির ঘটনায় ফেঁসে যাচ্ছেন কল্যাণ চাকমা

প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে অতিরিক্ত উপপুলিশ কমিশনার জানান, মনিরুল যাত্রাবাড়ী এলাকার শীর্ষ সন্ত্রাসী শুটার লিটনের অন্যতম সহযোগী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিরীহ ছাত্র-জনতার ওপর আক্রমণে উল্লিখিত দেশীয় অস্ত্রগুলো ব্যবহার করে মনিরুল।

তিনি আরও জানান, গ্রেপ্তার মনিরুলের নিজের কোনো মোটরসাইকেল নেই, এমনকি সে মোটরসাইকেল চালাতেও জানেন না। অথচ তার কাছ থেকে দুটি হেলমেট উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার মনিরুলকে রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান পুলিশের কর্মকর্তা।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ