Monday, August 18, 2025

ফেসবুক থেকে আয় করা সহজ হচ্ছে

আরও পড়ুন

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক। সারা বিশ্বে বর্তমানে এই প্ল্যাটফর্মটি ব্যবহার করছেন ২.৯৩ বিলিয়ন সক্রিয় ব্যবহারকারী। এর মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য প্ল্যাটফর্মটি ব্যবহার করে থাকলেও এমন অনেকেই আছেন যারা আয় করার উদ্দেশে নিয়মিত রিলস ও ভিডিও পোস্ট করে থাকেন।

ফেসবুকের সাধারণত ইন-স্ট্রিম অ্যাডস, অ্যাডস অন রিলস ও পারফরম্যান্স বোনাস নামের তিনটি পদ্ধতির মাধ্যমে আয় করা যায়। প্রতিটি পদ্ধতির মাধ্যমে আয় করার জন্য রয়েছে ভিন্ন ভিন্ন শর্ত ও নিবন্ধনপ্রক্রিয়া।

আরও পড়ুনঃ  ইরানের পরমাণু স্থাপনায় হামলার আশঙ্কা, রাশিয়ার হুঁশিয়ারি

যার ফলে ভিন্ন ভিন্ন শর্ত ও নিবন্ধনপ্রক্রিয়ার একাধিক শর্ত পূরণ করা না হলে ফেসবুক ব্যবহারকারী চাইলেও ফেসবুক থেকে অর্থ আয় করতে পারবেন না, এতদিন এরকম শর্ত ছিল।

এখন থেকে শর্তের বেড়াজাল আর থাকছে না। ভিডিও নির্মাতাদের জন্য মনিটাইজেশন কর্মসূচির শর্ত সহজ করার উদ্যোগ নিয়েছে ফেসবুক।

মনিটাইজেশন প্রক্রিয়ায় এখন থেকে একবার শর্ত পূরণ করলেই ইন-স্ট্রিম অ্যাডস, অ্যাডস অন রিলস ও পারফরম্যান্স বোনাস নামের তিনটি পদ্ধতি থেকে সহজে আয় করতে পারবেন ভিডিও নির্মাতারা।

আরও পড়ুনঃ  কিস্তির টাকা না পেয়ে গরু নিয়ে আসা সেই এনজিও কর্মী বরখাস্ত

নতুন এ মনিটাইজেশন প্রক্রিয়া চালু হলে ভিডিও নির্মাতাদের আবেদন করে অনবোর্ডিং প্রক্রিয়ায় যুক্ত হতে হবে। এরপর অনবোর্ডিং প্রক্রিয়ায় যুক্ত হলেই ইন-স্ট্রিম অ্যাডস, অ্যাডস অন রিলস ও পারফরম্যান্স বোনাস এই তিন পদ্ধতিতে আয় করা যাবে। ফলে বারবার আবেদন করতে হবে না।

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এক ঘোষণায় জানিয়েছে, গত বছরগুলোতে নির্মাতারা রিলস, ভিডিও, ছবি ও টেক্সট পোস্ট দেওয়ার মাধ্যমে ফেসবুক থেকে ২০০ কোটি মার্কিন ডলারেরও বেশি আয় করেছেন। তবে অনেক নির্মাতাই তার সম্ভাব্য আয়ের সুযোগকে কাজে লাগাতে পারেননি।

আরও পড়ুনঃ  ছাত্র আন্দোলন সামলানোর ক্ষেত্রে ভুল হয়েছে : জয়

উল্লেখ্য, ফেসবুকের মনিটাইজেশন থেকে মাত্র এক-তৃতীয়াংশ নির্মাতা বিভিন্ন উপায় অনুসরণ করে এতদিন পর্যন্ত আয় করতে পেরেছেন। নতুন এ সুবিধা বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। আগামী বছর এটি পূর্ণাঙ্গভাবে চালু হতে পারে।

সূত্র : এনগেজেট

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ