Monday, August 18, 2025

শুভ জন্মদিন রকস্টার

আরও পড়ুন

পুরো নাম ফারুক মাহফুজ আনাম জেমস। তবে ভক্তরা তাকে নগর বাউল জেমস নামেই চিনে থাকেন। তাকে বলা হয় বাংলা ব্যান্ডের একমাত্র রকস্টার। আজ ২ অক্টোবর তার জন্মদিন।

এই রকস্টারের জন্ম ১৯৬৪ সালে, নওগাঁয়। বেড়ে ওঠা এবং সংগীতে জড়িয়ে পড়ার পুরোটাই চট্টগ্রামে। নগর বাউল জেমসের বাবা ছিলেন সরকারি কর্মকর্তা। যিনি পরবর্তী সময়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

জেমস ১৯৮০ সালে প্রতিষ্ঠা করেন ব্যান্ড ‘ফিলিংস’। ১৯৮৭ সালে প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’ প্রকাশ পায়। ১৯৮৮ সালে ‘অনন্যা’ নামের একক অ্যালবাম প্রকাশ করে সুপারহিট হয়ে যান জেমস।

এরপর ১৯৯০ সালে ‘জেল থেকে বলছি’, ১৯৯৬ সালে ‘নগর বাউল’, ১৯৯৮ সালে ‘লেইস ফিতা লেইস’, ১৯৯৯ সালে ‘কালেকশন অব ফিলিংস’ অ্যালবামগুলো প্রকাশ পায়। এরপর ‘ফিলিংস’ ভেঙে জেমস গড়ে তোলেন নতুন লাইনআপে ব্যান্ড ‘নগর বাউল’। এই ব্যান্ড ‘দুষ্টু ছেলের দল’ এবং ‘বিজলি’ অ্যালবাম দুটির মধ্যেই আটকে যায়।

জেমসের উল্লেখযোগ্য অ্যালবামগুলোর মধ্যে রয়েছে স্টেশন রোড (১৯৮৭), জেল থেকে বলছি (১৯৯০), নগর বাউল (১৯৯৬), লেইস ফিতা লেইস (১৯৯৮), কালেকশন অব ফিলিংস (১৯৯৯), দুষ্টু ছেলের দল (২০০১) প্রভৃতি।

২০০৪ সালে কলকাতার সংগীত পরিচালক প্রিতমের সঙ্গে গান নিয়ে কাজ করেন জেমস। ২০০৫ সালে বলিউডে গ্যাংস্টার চলচ্চিত্রে প্লেব্যাক করেন। এরপর ২০০৬ সালে আবারও বলিউডের সিনেমায় কণ্ঠ দেন। ২০০৭ সালে তিনি লাইফ ইন এ মেট্রো চলচ্চিত্রে প্লেব্যাক করেন। তার প্রকাশ পাওয়া সবশেষ গান ‘সবই ভুল’। ২০২৩ সালের ঈদুল ফিতরের চাঁদ রাতে এটি প্রকাশ পায়।

দেখতে দেখতে ২০২৪ সালের ৯ মাস শেষ। এসেছে নতুন মাস। সিনেমাপ্রেমীদের জন্য বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে আরও নতুন কিছু সিনেমা। যে তালিকায় রয়েছে জনপ্রিয় সিক্যুয়েলও। অক্টোবরে হলিউড ইন্ডাস্ট্রিতে কী কী সিনেমা মুক্তি পাচ্ছে, সেই আলোচনায় থাকা চারটি সিনেমা নিয়েই আজ আমাদের আয়োজন ‘অক্টোবরে জমজমাট হলিউড’।

অক্টোবরের ৩ তারিখ মুক্তি পাবে আমেরিকার সুপারন্যাচারাল হরর সিনেমা সালেমে’স লট। ১৯৭৫ সালে প্রকাশিত স্টিফেন কিংয়ের সালেমে’স লট উপন্যাস অবলম্বনে নির্মাণ করা হয়েছে এটি, যা নির্মাণ করেছেন মার্কিন নির্মাতা গ্যারি ডাবারম্যান। সিনেমার গল্পে দেখানো হবে লেখক ‘বেন মিয়ার্স’ চরিত্রে অভিনয় করা লুইস পুলম্যান তার পারিবারিক ইতিহাসের সন্ধানে জেরুজালেমে তার শৈশবের বাড়িতে ফিরে আসেন। তার নিজের শহরটি একটি রক্তপিপাসু ভ্যাম্পায়ার দ্বারা শিকার করা হয়েছে, তা আবিষ্কার করার জন্য তিনি প্রতিনিয়ত শহরটির বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে থাকেন। একসময় তিনি এ বিষয়টি সবার সামনে তুলে আনতে সক্ষম হন। তিনি নিজেও এর শিকার হন। এভাবেই এগিয়ে যাবে সিনেমার গল্প। লুইস পুলম্যান ছাড়াও সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মেকেঞ্জি লেই, উইলিয়াম স্যাডলার, বিল ক্যাম্পের মতো তারকা।

আরও পড়ুনঃ  পাচার হওয়া অর্থ ফেরাতে কাজ শুরু করেছে সরকার

দ্য ওয়াইল্ড রোবট

ভারতে হলিউড সিনেমার বড় মার্কেট রয়েছে। যেখানে প্রতি মাসেই মুক্তি দেওয়া হয় বেশ কিছু সিনেমা। সেই ধারাবাহিকতায় ভারতে এবার ১১ অক্টোবর মুক্তি পাচ্ছে অ্যানিমেশন সিনেমা ‘দ্য ওয়াইল্ড রোবট’।

এটি পরিচালনা করেছেন মার্কিন নির্মাতা ক্রিস স্যান্ডার্স। এর গল্প এগিয়ে যাবে রোজ নামে একটি রোবট ঘিরে; যে অন্য একটি গ্রহ থেকে এ পৃথিবীতে আসে। যাকে একটি মিশনে পাঠানো হয়। কিন্তু মিশনে সে ব্যর্থ হতে থাকে। একপর্যায়ে রোজ পৃথিবী ছেড়ে তার জগতে চলে যেতে চায়। তবে সেটি আর হয়ে ওঠে না। নিজের জগৎ থেকে রোজ হয়ে যায় যোগাযোগ বিচ্ছিন্ন। এরপরই তার সঙ্গে ঘটতে থাকে নানা ঘটনা। এভাবেই এগিয়ে যাবে সিনেমার গল্প। ড্রিমওয়ার্কস অ্যানিমেশন দ্বারা প্রযোজিত এবং ইউনিভার্সাল পিকচার্সের এ অ্যানিমেশন সিনেমার বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন হলিউডের বড় বড় তারকা। যাদের মধ্যে আছেন পেড্রো পাসকাল, কিট কনর, বিল নাই, স্টেফানি হু, মার্ক হ্যামিল, ক্যাথরিন ও’হারা, ম্যাট বেরির মতো তারকা।

ভেনম: দ্য লাস্ট ড্যান্স

হলিউডের বিখ্যাত ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে একটি হলো ‘ভেনম’। এ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির নাম দেওয়া হয়েছে ‘ভেনম: দ্য লাস্ট ড্যান্স।’ টম হার্ডির অভিনীত সুপার হিরো সিনেমাটি আগামী ২৫ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পাবে। যদিও ২০২৩ সালের ৮ নভেম্বর সিনেমাটির মুক্তির তারিখ নির্ধারণ করা থাকলেও সেটি পিছিয়ে যায়। গত বছর সাগ-আফট্রা ধর্মঘটের কারণে ‘ভেনম ৩’-এর নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। গত বছর নভেম্বরের শেষে ধর্মঘটের সমাপ্তির ফলে পুনরায় শুটিং শুরু হয় এটির। সিনেমার মুক্তির তারিখ ঘোষণা করা হলেও এর প্লট এখনো আড়ালে রাখা হয়েছে। ভেনম চরিত্রে এবারও অভিনয় করতে দেখা যাবে টম হার্ডিকে। এ ছাড়া থাকছেন জুনো টেম্পল, চিওয়েটেল ইজিওফোর ও ক্লার্ক ব্যাকো। এটি পরিচালনা করেছেন কেরি মার্সেল। হার্ডির সঙ্গে তিনি যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন।

আরও পড়ুনঃ  সন্ত্রাসীদের হামলায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

জোকার: ফোলি এ ডিউক্স

এ বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা জোকার সিনেমার সিক্যুয়েল ‘জোকার: ফোলি এ ডিউক্স’ বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে অক্টোবরের ৪ তারিখ। ‘জোকার’ ভক্তদের তর যেন আর সইছে না। এর কারণ হচ্ছে বছরজুড়েই প্রকাশ করা হয় সিনেমাটির বিভিন্ন ধরনের পোস্টার। যার কারণে দর্শকদের মধ্যে উত্তেজনা বাড়ে প্রতিনিয়ত।

জোয়াকিন ফিনিক্স অভিনীত সিনেমাটি ঘিরে এরই মধ্যে হাইপ তৈরি হয়েছে। লেডি গাগা থাকায় সিনেমাটি ঘিরে ভক্তদের আগ্রহ তুঙ্গে। এ ছাড়া সিনেমায় আরও থাকছেন অভিনেতা ক্যাথরিন কেনের, ব্র্যান্ডান গ্রেসন ও জাজিই বিটসসহ অনেকে। ‘জোকার’ ছবির জন্য ৯২তম অস্কারে জোয়াকিন সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন। টোড ফিলিপস পরিচালিত এ সিনেমাটি পুরো বিশ্বে ৪ অক্টোবর মুক্তি পেলেও ভারতে মুক্তি পাবে ২ অক্টোবর।

প্রথমবার একসঙ্গে তানভীর-অলংকার
গোলাম কিবরিয়া তানভীর। বাংলাদেশের নাট্যাঙ্গনের একজন দর্শকপ্রিয় অভিনেতা। দীর্ঘদিন ধরেই তিনি নাটকে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। এদিকে অভিনেত্রী অলংকার চৌধুরী। বর্তমান সময়ে তার ব্যস্তও অনেকের থেকে বেশি। কাজ করছেন ছোট পর্দার জনপ্রিয় সব অভিনেতার সঙ্গে। তবে গোলাম কিবরিয়া তানভীরের সঙ্গে জুটি বেঁধে কাজ করা হয়নি তার। এবার জুটি হয়ে আসছেন তারা।

অলংকার এবার তানভীরের বিপরীতে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘শেষ হয়েও হলো না শেষ’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন এআর সাইম মৃধা। তবে নাটকটি কোন টিভি চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে প্রচার হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

নতুন এ নাটক নিয়ে তানভীর বলেন, ‘নাটকটির গল্প একেবারেই অন্যরকম। সচরাচর এ ধরনের গল্প নিয়ে নাটক হতে দেখিনি আমি। আমার কাছে পরিচালকের গল্প, ভাবনা এবং তার নির্মাণ ভালো লেগেছে। আর অলংকার তো আগের চেয়ে অভিনয়ে বেশ ভালো করছে, নিজের মতো করেই ভীষণ শ্রম ও মেধা দিয়ে এগিয়ে যাচ্ছে। কাজের প্রতি তার ডেডিকেশন ও একাগ্রতা আমাকে মুগ্ধ করেছে। আগামীতে সে আরও ভালো করবে বলে আমার বিশ্বাস।’

আরও পড়ুনঃ  ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’

নাটকটি নিয়ে অলংকার চৌধুরী বলেন, ‘তানভীর ভাইয়ার সঙ্গে এর আগে ধারাবাহিক একটি নাটকে এক-দুটি দৃশ্যে অভিনয় করার সুযোগ হয়েছিল। আর এ নাটকে আমরা দুজনই প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছি। তানভীর ভাই ভীষণ বিনয়ী, হাস্যোজ্জ্বল এবং শতভাগ সহযোগিতাপরায়ণ একজন শিল্পী। তার সঙ্গে প্রতিটি ফ্রেমে অভিনয় আমি দারুণ উপভোগ করেছি। আশা করছি নাটকটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।’ এ নাটকটি নিয়ে ভীষণ আশাবাদী অলংকার।

মুখোমুখি কাজল-কৃতি
বলিউড অভিনেত্রী কাজল ও কৃতি শ্যানন। একসঙ্গে রোহিত শেঠি পরিচালিত ২০১৫ সালে মুক্তি পাওয়া সিনেমা দিলওয়ালেতে অভিনয় করেছিলেন। এরপর আর তাদের নতুন কোনো সিনেমায় জুটি বাঁধতে দেখা যায়নি। দীর্ঘ সময় পর আবারও তারা জুটি বেঁধে পর্দায় হাজির হচ্ছেন। তবে এবার বড় পর্দায় নয়, দেখা যাবে ওয়েব ফিল্মে। নাম ‘দো পাত্তি’।

নেটফ্লিক্স ইন্ডিয়ার তথ্যমতে, এ ফিল্মে প্রথমবার কাজল একজন পুলিশের চরিত্রে অভিনয় করেছেন এবং কৃতিকে দেখা যাবে একজন রহস্যময় চরিত্রে। এ ছাড়া এটির প্রযোজনার দায়িত্বেও আছেন কৃতি। এর গল্প লিখেছেন কণিকা ধিলন। পরিচালনা করেছেন শশাঙ্ক চতুর্বেদী। নেটফ্লিক্স ইন্ডিয়া বৃহস্পতিবার সিনেমাটির টিজার উন্মোচন করেছে, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

টিজারের শুরুতে দেখা যায় পাহাড়ের রাস্তায় বাইক চালাচ্ছেন কাজল। যিনি পেশায় পুলিশ, বের হয়েছেন পরবর্তী মিশনে। কৃতির চরিত্রটি রাখা হয়েছে ধোঁয়াশায়। টিজারে তাকে একজন পার্টি লাভার গার্ল হিসেবে উপস্থিত হতে

দেখা যায়।

এ সময় কাজলের ডায়ালগে বলতে শোনা যায়, ‘আমাদের ট্রেনিং দেওয়া হয় যে, সত্যি এবং প্রমাণ করতে, কে অপরাধী আর কে অপরাধী নয়।’ খানিক পরে দেখা যায় মুখোমুখি কৃতি আর কাজল। এরপর বেশ কিছু অ্যাকশন দৃশ্যও রয়েছে কাজলের। টানটান উত্তেজনা যেভাবে ধরে রেখেছে ট্রেলার, তাতে দুই বলি নায়িকার যুগলবন্দিতে দর্শকদের বেশ আলাদাই অভিজ্ঞতা হতে চলেছে। ওয়েব ফিল্মটি অক্টোবরের ২৫ তারিখ নেটফ্লিক্সে মুক্তি পাবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ