Thursday, August 14, 2025

মার্কিন দূতাবাসের দখল নিতে ছুটল হাজার হাজার জনতা

আরও পড়ুন

ইসরায়েলি হামলায় লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। তার রেশ ছড়িয়ে পড়েছে ইরাকেও। শনিবার রাতে হাজার হাজার বিক্ষোভকারী নাসরুল্লাহর হত্যাকাণ্ডের প্রতিবাদে বাগদাদের রাস্তায় নেমে আসেন।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বিক্ষোভরতরা বাগদাদে মার্কিন দূতাবাস দখলের চেষ্টা করেন। তবে পুলিশ বিক্ষোভকারীদের বাধা প্রদান করে এবং তাদের লক্ষ্য করে জলকামান নিক্ষেপ করে।

এসময় বিক্ষোভকারীরা বলেন, যুক্তরাষ্ট্র ও তার দোসররা তাদের বেইমানির মাধ্যমে কখনো বিজয় অর্জন করবে না। সব ধরনের অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে আমেরিকা সব সময় আমাদের ওপর নজরদারি করে যাচ্ছে। কিন্তু আমাদের মুখোমুখি হওয়ার সাহস নেই তাদের। তাই তারা বেইমানির পথ বেছে নিয়েছে।

আরও পড়ুনঃ  আরব সাগরে গভীর নিম্নচাপ, দ্বিতীয় ‘আগস্ট ঝড়ের’ আশঙ্কা

শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়ে নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল। বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে চালানো ওই বিমান হামলায় সহস্রাধিক ব্যক্তি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইসরায়েল ও তার মিত্ররা ছাড়া প্রায় সব দেশ ওই হামলার নিন্দা জানিয়েছে। দুপক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ