Monday, August 18, 2025

কক্সবাজারে ডিসির গাড়ির ধাক্কায় শিশু নিহত

আরও পড়ুন

কক্সবাজারের জেলা প্রশাসকের গাড়ির ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহত শিশুর মা রুবিনা আক্তার (৩২)।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাইম্যারঘোনা সাদেরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মোহাম্মদ তানজিম (২)। সে মিঠাছড়ি ইউনিয়নের সাদের পাড়ার মোহাম্মদ শাহীনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন নিজে।

জানা যায়, বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক প্রশাসনিক কাজে গাড়ি যোগে উখিয়া যাচ্ছিলেন। তাদের বহনকারী গাড়িটি রামুর কাইম্যারঘোনা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতির একটি মোটর সাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে পথচারী মা ও সন্তানের উপর গিয়ে পড়ে। এ ঘটনায় মা-ছেলে দুজনই আহত হন। পরে লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  আ.লীগের করা ভুল বিএনপি করবে না : আমিনুল হক

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন কালবেলাকে বলেন, দুর্ঘটনা কবলিত মোটর সাইকেলটি আমাদের বহনকারী গাড়িটির ডান পাশে ছিল। কিন্তু মোটর সাইকেলটি আচমকা বেপরোয়া গতিতে বামে এসে আমাদের গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে অপ্রীতিকর এ ঘটনাটি ঘটেছে।

আহত ও নিহত হওয়ায় চিকিৎসা ও সার্বিক সহায়তাসহ প্রশাসন এ পরিবারটির পাশে থাকবে বলে জানান এ কর্মকর্তা।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. আশিকুর রহমান কালবেলাকে জানান, দুর্ঘটনায় আহত দুজনকে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগে শিশুটির মৃত্যু হয়। তার মায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  উন্নত চিকিৎসার অভাবে পা হারাতে পারেন সাকিব

নিহতের লাশ হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান ডা. আশিকুর।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ