Friday, January 10, 2025

শিক্ষাকে রাজনীতিমুক্ত করতে শিক্ষার্থীকে অন্যভাবে ব্যস্ত রাখতে হবে

আরও পড়ুন

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতি মুক্ত করতে শিক্ষার্থীদের অন্যভাবে ব্যস্ত রাখতে হবে। তাদের এক্সট্রা অ্যাকাডেমিক অ্যাক্টিভিটি বা এক্সট্রা অ্যাকাডেমিক কারিকুলামে ব্যস্ত রাখতে হবে।

শনিবার সকালে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর কলেজে নতুন এডহক কমিটির সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে নতুন সভাপতিসহ অন্যান্য সদস্যদের কলেজের শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

রফিকুল ইসলাম বলেন, গত ১৭ বছরে কোনো একটা কলেজে মিলাদ মাহফিল হয়নি, ধর্মীয় কোনো কর্মকাণ্ড হয়নি। কিন্তু বর্তমানে ১২ রবিউল আউয়াল তারিখে সারা দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে এবার মিলাদ মাহফিল ও হযরত মুহাম্মদ (সা.) এর জীবনের উপর আলোচনা হয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় চেতনা ও মূল্যবোধ সৃষ্টির পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  পিটিয়ে হত্যার ঘটনায় শায়খ আহমাদুল্লাহর স্ট্যাটাস

তিনি আরও বলেন, গত ১৭ বছরে আমাদের যে কষ্ট হয়েছে আমরা আর পেছনে ফিরতে চাই না।

সর্বশেষ সংবাদ