রাজশাহীর দুর্গাপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগে দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য মো. সাইদুর রহমান মন্টুকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে রাজশাহী জেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।
কারণ দর্শানোর নোটিশে বলা হয়, গত ৩১ আগস্ট পৌর কমিটি কর্তৃক আপনার বিরুদ্ধে আনীত একটি অভিযোগ নিম্ন স্বাক্ষরকারীর কাছে জমা দেয়। এতে উল্লেখ্য যে আপনার ছত্রছায়ায় কিছু যুবক দুর্গাপুর পৌর ও উপজেলায় চাঁদাবাজি ও দোকানপাট দখল ইত্যাদি অপকর্মে লিপ্ত হয়।
এতে প্রতীয়মান হয় যে সংগঠিত কর্মকাণ্ড দলীয় শৃংঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থি হওয়ায় কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না এই মর্মে পত্রপ্রাপ্তির ৭ (সাত) দিনের মধ্যে যথাযথ জবাব দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।
রাজশাহী জেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাইদুর মন্টুর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হলে জেলা কমিটির নেতারা বসে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।