Tuesday, July 29, 2025

পথ ভুলে’ চাষের জমিতে নেমে গেল ট্রেন

আরও পড়ুন

স্বস্তির যাত্রায় যাত্রীদের অন্যতম বাহন হলো ট্রেন। সড়কের যানজট আর তীব্র দূষণ থেকে মাঠঘাট পেরিয়ে গন্তব্যে ছুটে চলা এ বাহনটি অনেকের জন্য আবার রিফ্রেশমেন্টের জন্য অত্যন্ত পছন্দের। তবে এ বাহনটিতেও মাঝে মধ্যেই দুর্ঘটনার খবর অস্বাভাবিক নয়। প্রায় লাইনচ্যুত হয়ে পড়ার খবর সামনে আসে। এবার ‘পথ ভুলে’ এ বাহন নেমে গেছে চাষের জমিতে।

ভারতীয় সংবাদমাদ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, লৌহ সড়কে রুচি নেই! তাই সুযোগ পেলেও লাইন ছেড়ে মাটিতে নেমে পড়ছে ট্রেন। দেশের নানা প্রান্তে একের পর এক ‘পথ ভোলা’ ট্রেনের কারণে প্রশ্নের মুখে পড়েছে যাত্রী নিরাপত্তা। সেই তালিকায় এবার নবতম সংযোজন বিহারের গয়া। জেলায় এবার সোজা চাষের জমিতে নেমে গেছে ট্রেন। দিগন্ত বিস্তৃত সবুজ ক্ষেতের মাঝে ট্রেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে করে কটাক্ষের মুখে পড়েছে ভারতীয় রেল।

আরও পড়ুনঃ  একসাথে খোঁজ মিললো আসাদুজ্জামান, জাহাঙ্গীর ও শেখ রেহেনার ছেলে ববির!

জানা গেছে, ওয়াজিরগঞ্জ এবং কোলহ‌না স্টেশনের মধ্যে রঘুনাথপুর গ্রামে এমন ঘটনা ঘটেছে। শুক্রবার লুপ লাইনে রেলের একটি ইঞ্জিন গয়ায় যাওয়ার পথে লাইনচ্যুত হয়ে খোলা মাঠে চলে এসেছে।

রেলসূত্র জানিয়েছে, দুর্ঘটনায় কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি জানতে পেরে স্থানীয় উৎসুক জনতা সেখানে ভিড় জমান। এরপর সেলফি উৎসবে মেতে উঠেন স্থানীয়রা।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় বিষয়ে রেলওয়ে কর্মকর্তারা মন্তব্য করতে রাজি হননি। খবর পেয়ে উদ্ধার তৎপরতায় জোর দেন তারা।

আরও পড়ুনঃ  বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে ঘূর্ণাবর্ত, আসছে নতুন ঘূর্ণিঝড়

এদিকে লাইনচ্যুত ট্রেনের ছবি ভাইরাল হওয়ায় ভারতীয় রেলকে নিয়ে কটাক্ষ করেন অনেকে। এমনকি কংগ্রেসও রেলের এমন পরিস্থিতি নিয়ে সরব হয়। অশ্বিনী বৈষ্ণবকে ‘রিলমন্ত্রী’ কটাক্ষ করে এক্স হ্যান্ডেলে লেখা হয়, মাননীয় রেলমন্ত্রী, বিহারে একটি ছোট ঘটনা ঘটেছে। একটি রেল ইঞ্জিন পথ চলতে চলতে সোজা চাষের জমিতে চলে গেছে। ভিডিও দিলাম আপনি বরং এটি ব্যবহার করে একটি রিল বানিয়ে ফেলুন।

পোস্টে কংগ্রেসের পক্ষ থেকে সাম্প্রতিক জরিপও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ২০২৩-২৪ সালে রেল দুর্ঘটনায় ৩১৩ জন যাত্রী ও চারজন রেলকর্মী প্রাণ হারিয়েছেন। এমন ভয়াবহ ঘটনার পরও রেলমন্ত্রী দুর্ঘটনাকে ছোট ঘটনা বলে উল্লেখ করেছেন বলেও পোস্টে জানানো হয়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ