Friday, May 9, 2025

ভারতীয় বিমান বাহিনীর মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত

আরও পড়ুন

ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। রাজস্থানের বারমেরে উত্তরলাই বিমান ঘাঁটির কাছে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেলেও আহত হয়েছেন বিমানের পাইলট। গতকাল সোমবার স্থানীয় সময় ১০টার দিকে উড্ডয়নরত অবস্থায় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়।

আইএএফের উদ্ধৃতি দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নিয়মিত রাত্রিকালীন প্রশিক্ষণ মিশনের সময় বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, বারমেরের একটি প্রত্যন্ত এলাকায় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই পাইলট নিরাপদে বের হয়ে যেতে সক্ষম হয়েছিলেন। তবে তিনি আহত হয়েছেন।

আরও পড়ুনঃ  দুর্বৃত্তদের হাত থেকে পুনরুদ্ধার করা হবে ব্যাংকগুলোকে

এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের বারমেরে এই দুর্ঘটনাটি ঘটে। তবে, এই ঘটনায় কারও প্রাণহানি হয়নি এবং কোনো সম্পত্তিরও ক্ষয়ক্ষতি হয়নি।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে ভারতীয় বিমান বাহিনী বলেছে, বারমের সেক্টরে রুটিন নাইট ট্রেনিং মিশনের সময় একটি আইএএফ মিগ-২৯ বিমান জটিল প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয় এবং এতে পাইলট বিমানটি থেকে বের হতে বাধ্য হন। এ ঘটনায় কোর্ট অব ইনকোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  পুলিশের সেই শিবলী নোমান হাজার কোটির মালিক

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার রাত ১০টার দিকে ফাইটার প্লেনটি একটি আবাসিক এলাকার কাছে বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, দুর্ঘটনার পর বিমানটিতে দাউদাউ করে আগুন জ্বলছে।

এদিকে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সে ভিডিওতেও বিমানটি আগুনে পুড়তে দেখা যাচ্ছে। ধানির অ্যালানিওর কাছে মঙ্গলা প্রসেসিং টার্মিনাল এমপিটি রোডে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ৪ জুন নাসিকের শিরসগাঁও গ্রামের কাছে ভেঙে পড়েছিল ভারতীয় বিমান বাহিনীর একটি সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমান। সে ঘটনায়ও পাইলট এবং কো-পাইলট নিরাপদে বিমান থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়েছিলেন।

আরও পড়ুনঃ  রাউজানে এমপির ত্রাসে বিভীষিকার দুই যুগ

সর্বশেষ সংবাদ