Tuesday, August 12, 2025

কালো টাকা সাদা করার বিধান বাতিলের সিদ্ধান্ত

আরও পড়ুন

ই-পেপার

কালো টাকা সাদা করার বিধান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এ-সংক্রান্ত বিধি এবং রীতি বন্ধ করে দেওয়া হবে। অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়।

সভা শেষে সাংবাদিকদেরকে এই তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি পানিসম্পদ মন্ত্রণালয়েরও উপদেষ্টা। তার সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  উপদেষ্টা পরিষদের বৈঠক আজ তদন্ত ছাড়াই অব্যাহতি পাবেন কর্মকর্তারা

রিজওয়ানা হাসান বলেন, উপদেষ্টা পরিষদের সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে। তার মধ্যে নিত্যপণ্যের মূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার আলোচনা হয়েছে। হজের মূল্য যৌক্তিক পর্যায়ে কমানোর ব্যপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ শুরু করেছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনাও অব্যাহত থাকবে।

কালো টাকা তৈরি করতে দেওয়া হবে না
এসময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর ও আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ