Thursday, March 20, 2025

মালদ্বীপে বিপুল পরিমাণ ডলারসহ বাংলাদেশি আটক

আরও পড়ুন

মালদ্বীপ ৮১ হাজার ৩০ ডলারসহ শামীম ইসলাম সাগর নামে এক বাংলাদেশি আটক হয়েছেন। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি টাকা নিয়ে দেশে ফিরছিলেন তিনি। এ সময় ওই দেশের কাস্টম কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করে।

রোববার (২৫ আগস্ট) দেশটির ভেলেনা আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।

জানা যায়, একটি বেসরকারি বিমানে ঢাকার উদ্দেশে মালদ্বীপ বিমানবন্দর ত্যাগ করার সময় শামীম ইসলামকে ধরা হয়। এয়ারপোর্টের কাস্টম সিকিউরিটির সন্দেহ হলে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করেন। তখন লাগেজের ভেতরে কালো পলিথিনের বাঁধা কর্নফ্লেক্সের একটি বক্সের ভেতরে এই ডলার পাওয়া যায়।

আরও পড়ুনঃ  শামা ওবায়েদের পদ স্থগিত

এ ব্যাপারে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ বলেন, মুষ্টিমেয় কয়েকজন প্রবাসীর কারণে একদিকে যেমন দেশের সুনাম নষ্ট হচ্ছে, অন্যদিকে শ্রমবাজারের শীর্ষে থাকা বাংলাদেশি শ্রমিকদের প্রতি মালদ্বীপের সাধারণ মানুষের অনীহা সৃষ্টি হচ্ছে।

সর্বশেষ সংবাদ