Wednesday, August 20, 2025

বন্যায় বিপদগ্রস্ত মানুষের সহায়তায় তাসরিফের উদ্যোগ

আরও পড়ুন

দেশের জনপ্রিয় ইনফ্লুয়েনসার ও সংগীতশিল্পী তাসরিফ খান। টানা বৃষ্টি এবং ভারতের ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেওয়ায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখছে বাংলাদেশের মানুষ। এতে দেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও মৌলভীবাজারসহ বেশকিছু অঞ্চলের কয়েক লাখ মানুষের জীবন বিপর্যয়ের মুখে। তাদের উদ্ধারে সাহায্য করতে উদ্ধারসামগ্রী নিয়ে ফেনী যাচ্ছেন তাসরিফ।

বৃহস্পতিবার সকালে সামাজিক মাধ্যমে এ খবর জানান তাসরিফ। তিনি লেখেন, লক্ষ্মীপুর থেকে ট্রাকে করে ২টি স্পিটবোট নিয়ে ফেনীতে বন্যায় বিপদগ্রস্ত মানুষকে রেসকিউ করতে যাচ্ছি। আল্লাহ চাইলে খুব দ্রুত পৌঁছে আমরা দুপুর থেকে রাত পর্যন্ত কয়েক শিফটে কাজ কারার চেষ্টা করব।

আরও পড়ুনঃ  হিযবুত তাহরীরের মিডিয়া সমন্বয়কারী গ্রেপ্তার

সেনাবাহিনী এবং নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ রয়েছে উল্লেখ করে তাসরিফ আরও লিখেছেন, তাদের থেকে তথ্য নিয়ে এবং দিয়ে একসঙ্গে কাজ করার চেষ্টা করব। কার্যক্রম শুরু করে নেটওয়ার্ক পেলে আপনাদের যোগাযোগের নম্বর দেব এবং আপডেট জানাব।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ