Sunday, July 27, 2025

পরিবর্তন আসতে পারে শিক্ষা ব্যবস্থায় : উপদেষ্টা

আরও পড়ুন

আবার পরিবর্তন আসতে পারে চলমান শিক্ষা ব্যবস্থায়। সাংবাদিকদের এক প্রশ্নে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন করা কঠিন। তাই আগের পদ্ধতিতে ফেরার চেষ্টা করব। তবে আগেরটাতে ফিরে গেলেও আমরা এমনভাবে ফিরে যাব না যে বর্তমান শিক্ষা ব্যবস্থার সঙ্গে মিল থাকে। আগেরটায় ফিরে গেলে তারা যা পড়ে ফেলেছে তার সঙ্গে মিল রাখতে হবে, সেজন্য অতিদ্রুত কিছু কাজ করতে হবে।

পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে তিনি মন্তব্য করেন,

আরও পড়ুনঃ  বিসিবিতেও পরিবর্তন চান ফাহিম

শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ে দল গঠন, দখলদারিত্ব,বিশৃঙ্খলা চলবে না। কী করা যায়, সেটা চিন্তা করব।

তিনি বলেন, অবকাঠামোগত উন্নয়নসহ অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে মানবসম্পদ উন্নয়ন করতে না পারলে দেশের উন্নয়ন সম্ভব না। সেক্ষেত্রে অর্থনীতি ও শিক্ষার মধ্যে যোগসূত্র আনাতে হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ