Friday, January 10, 2025

আগামীর রাষ্ট্র পরিচালনায় তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : খালেদা জিয়া

আরও পড়ুন

আন্দোলন-সংগ্রামে তরুণদের ভূমিকার ভূয়সী প্রশংসা করে আগামীর রাষ্ট্র পরিচালনায়ও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

শুক্রবার (১৬ আগস্ট) রাতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে সাক্ষাৎ করতে গেলে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের কাছে এমন আশাবাদ ব্যক্ত করেন বেগম জিয়া। রাশেদ খান কালবেলাকে এ তথ্য জানিয়েছেন।

এ সময় আন্দোলন-সংগ্রামে গণঅধিকার পরিষদের ভূমিকা ও সাহসিকতারও প্রশংসা করেন বিএনপি চেয়ারপারসন। তিনি আশু সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান গণঅধিকার পরিষদের এই সাধারণ সম্পাদক।

আরও পড়ুনঃ  দুই বছরের মধ্যে নির্বাচনের আহ্বান এবি পার্টির

সর্বশেষ সংবাদ