Sunday, July 27, 2025

সুশীল সমাজসহ দক্ষ রাজনীতিবিদের সমন্বয়ে সরকার গঠনের আহ্বান মান্নার

আরও পড়ুন

দেশের বর্তমান নৈরাজ্যকর পরিস্থিতি মোকাবিলায় সুশীল সমাজের পাশাপাশি রাজনৈতিকভাবে দক্ষ ও সচেতন লোক দিয়ে অতি দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, বর্তমানে যে খুন, নৈরাজ্য, জখম, রাহাজানি, অগ্নিসংযোগ চলছে- সেগুলো বন্ধ করতে হবে। সুশীল সমাজের যারা বেশি সুশীল তারা এটি মোকাবিলা করতে পারবে না। এটা বন্ধ করতে না পারলে আমাদের বিরাট অর্জন শেষ পর্যন্ত বিসর্জিত হবে।

অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে এক প্রশ্নে মঙ্গলবার (৬ আগস্ট) কালবেলাকে এসব কথা বলেন মান্না।

আরও পড়ুনঃ  মুক্তি পাচ্ছেন তারেক রহমানের সাবেক এপিএস অপু

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা কেবল অন্তর্বর্তী হিসেবে দেখছি না। এটি নিশ্চয় অন্তর্বর্তী সরকার, কিন্তু এটি একটি বিরাট অভ্যত্থানের ফসল। এই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা-আশা, যেভাবে ১৫ বছর ধরে সংগ্রামের মধ্য দিয়ে দেশপ্রেমের চেতনাকে ধারণ করে, সেটাকে সামনে নিয়ে যেতে পারে- এ রকম চেতনার মানুষ লাগবে। তাদের দিয়ে সরকার গঠিত হতে হবে।

মান্না বলেন, যারা অংশীজন তাদের সঙ্গে কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব অন্তর্বর্তী সরকার ঘোষণা করতে হবে। এখন যে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং এদের ভেতরে যে শক্তিরা লুকায়িত আছে, ভবিষ্যতে তারা বড় আকারে মাথাচাড়া দিবেই। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে স্বাধীনতার ৫৫ বছর পরে এসেও বলত, পাকিস্তানের প্রেতাত্মা। ওই সরকারের প্রেতাত্মারা তো এখনো জীবিত, এরা তো প্রেতাত্মা হয়নি। কখন আত্মা হয়ে চলে আসে, তার তো কোনো ঠিক নেই। তাই সবাইকে সজাগ-সতর্ক থাকতে হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ