Saturday, July 26, 2025

ছাত্রনেতা ও রাজনৈতিক দলের প্রস্তাবনায় অন্তর্বর্তী সরকার চান সাকি

আরও পড়ুন

বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের পাশাপাশি রাজনৈতিক দল ও অন্য ব্যক্তির প্রস্তাবনা নিয়ে অতি দ্রুত একটি অন্তর্বর্তী সরকার ও সরকারপ্রধানের নাম ঘোষণা করার আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

তিনি বলেন, দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য এটি অত্যন্ত জরুরি।

অন্তর্বর্তীকালীন সরকার কেমন হওয়া উচিত, এমন প্রশ্নে মঙ্গলবার (৬ আগস্ট) কালবেলাকে এ সব কথা বলেন তিনি।

সাকি বলেন, দেশে বর্তমানে নৈরাজ্যকর পরিস্থিতি বিরাজ করছে। অবিলম্বে কোনো স্থাপনা বা কোনো সাম্প্রদায়িক হামলা, ব্যক্তিগত প্রতিশোধ, অর্থনৈতিক প্রতিষ্ঠানে লুটপাট-দখল, অরাজকতা, হামলার ঘটনা বন্ধ করতে হবে। মানুষের জানমালের নিরাপত্তা বিধান করতে হবে। এ জন্য দেশব্যাপী সেনাবাহিনীর টহল আরও বৃদ্ধি করতে হবে।

আরও পড়ুনঃ  আমার এক সন্তান শহীদ : ড. মাসুদ

তিনি আরও বলেন, নৈরাজ্য বন্ধ করে শান্তি-শৃঙ্খলার জন্য সাংগঠনিক কাঠামো অনুযায়ী আমরা রাজনৈতিক দলগুলো স্বেচ্ছাসেবক দল গড়ে তুলেছি। সব রাজনৈতিক দলের প্রতি একই আহ্বান জানাব। শিক্ষার্থীরা ইতোমধ্যে সহিংসতা, নৈরাজ্য বন্ধের আহ্বান জানিয়েছে। আমরা তাদের আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানাই।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ