Wednesday, August 20, 2025

পুলিশের গাড়িতে লাল রং মেখে দিলেন আন্দোলনকারীরা

আরও পড়ুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা। এ সময় রাস্তায় পুলিশের একটি আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ারের (এপিসি) সামনের কাঁচে লাল রং করে দিয়েছেন তারা।

শুক্রবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর প্রেস ক্লাব মোড়ে এ ঘটনা ঘটে।

এর আগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে প্রেস ক্লাবের জড়ো হন শিক্ষার্থীরা।সেখানে পুলিশের একটি এপিসি পেয়ে তার সামনের কাঁচে লাল রং স্প্রে করে দেন কয়েকজন আন্দোলকারী।

আরও পড়ুনঃ  স্থবির হয়ে পড়া থানায় ল্যাপটপ ও প্রিন্টার দিল জামায়াত

পুলিশের গাড়িতে কেন লাল রং করা হচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে গলায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র ঝোলানো এক শিক্ষার্থী কালবেলাকে বলেন, ‘ওরা আমাদের রক্ত নিয়েছে। আমরা তো শুরু লাল রং দিয়েছি।’

ভেতরে থাকা পুলিশের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের সাথে আমার কোনো শত্রুতা নেই। কিন্তু আমরা এটা করতে বাধ্য হয়েছি।’

এরমধ্যে কয়েকজন শিক্ষার্থী এপিসির ওপর উঠে যান। এ সময় এক পুলিশ সদস্য তাদের গাড়ির ওপর থেকে নেমে যাওয়ার অনুরোধ করেন। এর উত্তরে ওই ছাত্র বলেন, ‘এখনই নেমে যাচ্ছি’।

আরও পড়ুনঃ  নির্বাচনের সময় জানালেন প্রধান উপদেষ্টা

তখন এক পুলিশ সদস্য ওই আন্দোলনকারীর সঙ্গে কথা বলতে চান। কিন্তু এর উত্তরে ওই ব্যক্তি বলেন, ‘আমি আপনাকে বিশ্বাস করি না, কথা বলার ছলে উঠিয়ে নিয়ে যাবেন।’

তবে এ সময় পুলিশ সদস্য আর কথা বাড়াননি বরং তাকে শান্ত থাকতে দেখা যায়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ