Sunday, July 27, 2025

আবারও বন্ধ ফেসবুক-টেলিগ্রাম

আরও পড়ুন

আবারও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে এবার ব্রডব্যান্ডে চললেও শুধু মোবাইল নেটওয়ার্কে বন্ধ করা হয়েছে। একই সঙ্গে টেলিগ্রামও বন্ধ করা হয়েছে বলে জানা গেছে।

সূত্র জানিয়েছে, আজ দুপুর সোয়া ১২টার পর মোবাইল নেটওয়ার্কে মেটার প্ল্যাটফর্মগুলোর ক্যাশ বন্ধ করা হয়। পাশাপাশি এই নেটওয়ার্কে টেলিগ্রামও বন্ধ করা হয়েছে।

এর আগে গত ১৭ জুলাই রাত থেকে ৩১ জুলাই দুপুর পর্যন্ত মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধ ছিল। পরবর্তীতে ৩১ জুলাই দুপুরের দিকে তা আবারও চালু করা হয়।

আপনার মতামত লিখুনঃ
আরও পড়ুনঃ  ঘোড়া জবাই ও মাংস বিক্রি নিষিদ্ধ করা হলো যেসব কারণে

সর্বশেষ সংবাদ