Sunday, July 13, 2025

একই হাসপাতালের ১৪ নার্স অন্তঃসত্ত্বা, যা বলছে কর্তৃপক্ষ

আরও পড়ুন

একই সঙ্গে অন্তঃসত্ত্বা হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট ভিনসেন্ট হাসপাতালে কর্মরত ১৪ জন নার্স। শুধু তাই নয়, তাদের সন্তান প্রসবের সময়ও কাছাকাছি। এই অবাক করা ঘটনা ইতোমধ্যে বিশ্বজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সেন্ট ভিনসেন্ট হাসপাতালের কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের উইসকনসিনের গ্রিন বে শহরে শিশুদের উন্নত চিকিৎসার জন্য পরিচিত সেন্ট ভিনসেন্ট হাসপাতালে প্রতিদিনই নারীরা সন্তান প্রসব করতে আসেন। আর এই নবজাতকদের দেখভাল করেন হাসপাতালের নার্সরা।

আরও পড়ুনঃ  ইরানে হামলার পর জরুরি বৈঠকে নেতানিয়াহু

তবে এবার চিত্রটি সম্পূর্ণ বিপরীত। কারণ হাসপাতালে কর্মরত ১৪ জন সদস্য একই সঙ্গে মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে যাচ্ছেন। 
হাসপাতালের এক কর্মকর্তা এই ঘটনাকে ‘অবিশ্বাস্য’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, যেন একটি বৃত্ত সম্পূর্ণ হচ্ছে। এখানে অনেকে রয়েছেন যারা প্রথমবারের মতো মাতৃত্বের অভিজ্ঞতা লাভ করবেন। আমাদের অন্যান্য নার্সরা তাদের জন্য খুবই উৎসাহিত। 

তিনি আরও বলেন, হাসপাতালে নার্সদের মধ্যকার সম্পর্ক খুবই গভীর। আমি অত্যন্ত আনন্দিত যে তারা সবাই একই সময়ে এই অভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে যাবেন এবং একে অপরের পাশে থাকবেন।

আরও পড়ুনঃ  যুক্তরাজ্যে ছেলেশিশুদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নাম ‘মুহাম্মদ’

এই ঘটনা একদিকে যেমন হাসপাতাল কর্তৃপক্ষ ও নার্সদের জন্য আনন্দের, তেমনি বিশ্বজুড়ে বহু মানুষের কাছে বিস্ময়ের সৃষ্টি করেছে। একই কর্মস্থলে এতজন নার্সের একসঙ্গে অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা সত্যিই বিরল এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ